দেশে দেশে তীব্র প্রতিবাদ আর বিক্ষোভের মুখে অবশেষে পবিত্র কোরআন অবমাননার মতো কর্মকাণ্ড ঠেকাতে আইনি উপায় খুঁজতে শুরু করেছে ডেনমার্ক ও সুইডেন।
নিরাপত্তা ও কূটনৈতিক উদ্বেগের কারণে পবিত্র কোরআনসহ অন্যান্য ধর্মীয় গ্রন্থ অবমাননার মতো কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে ডেনমার্ক।
একই ধরনের উপায় খুঁজে বের করার কথা জানিয়েছে সুইডেনও।
গত দুই মাসে সুইডেন ও ডেনমার্কে একের পর এক কোরআন অবমাননার ঘটনায় ক্ষোভে ফুঁসছে মুসলিম বিশ্ব।
এ নিয়ে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে ব্যাপক বিক্ষোভ হয়।
কোরআন পোড়ানোর তীব্র নিন্দা জানানোর পাশাপাশি কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণাও দেয় কোনো কোনো দেশ।
ডাক দেয়া হয় ওই দুই দেশের পণ্য বয়কটেরও।
মুসলিম বিশ্বে বিক্ষোভ আর আন্তর্জাতিক চাপের মুখে অবশেষে বোধোদয় হলো ডেনমার্কের।
প্রতিবাদের নামে পবিত্র ধর্মীয় গ্রন্থ পোড়ানোর মতো কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিষয়টি বিবেচনার কথা জানিয়েছে দেশটি।
ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন বলেছেন,
‘মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও অন্য দেশ,
সংস্কৃতি ও ধর্মীয় অবমাননার মতো কর্মকাণ্ড ডেনমার্কের প্রতি বিশ্বব্যাপী নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে; যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।’
বিতর্কিত এসব ঘটনায় আন্তর্জাতিভাবে ডেনমার্কের মর্যাদাহানি হওয়ায় তা রোধে সংবিধান সংশোধন করে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান তিনি।
একই পথে হাঁটছে সুইডেনও। ধর্মগ্রন্থ অবমাননা রোধে আইনি ব্যবস্থা নেয়ার জন্য ডেনমার্কের সরকারি প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়েছে বলে নিশ্চিত করেছেন সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন।
এক বিবৃতিতে তিনি জানান, ডেনমার্কের মতো সুইডেনেও একই কার্যক্রম হাতে নেয়া হয়েছে।
এ বিষয়ে ড্যানিশ প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।
আরও পড়ুন :