1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
কংগ্রেস অনাস্থা প্রস্তাব আনল লোকসভায় বিজেপি সরকারের বিরুদ্ধে — Nobanno TV
সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৬ পূর্বাহ্ন

কংগ্রেস অনাস্থা প্রস্তাব আনল লোকসভায় বিজেপি সরকারের বিরুদ্ধে

নবান্ন
  • আপডেট সময় : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ৯০ বার পঠিত
বিজেপি

মণিপুর নিয়ে ভারতীয় পার্লামেন্টে তৈরি হওয়া অচলাবস্থার মধ্যেই কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে কংগ্রেস ও বিরোধীরা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে জাতিগত সহিংসতার ঘটনায় বিজেপি সরকারে নীরবতার বিরুদ্ধে পার্লামেন্টের দুই কক্ষেই সরব বিরোধীরা।

শেষ পর্যন্ত পরিস্থিতি দাঁড়িয়েছে অচলাবস্থায়।

এই অবস্থার মধ্যেই লোকসভায় বিজেপি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল কংগ্রেস।

ভারতের প্রাচীন এই দলটি ছাড়াও ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস) নামে অপর একটি দলও অনাস্থা প্রস্তাব এনেছে।

ভারত রাষ্ট্র সমিতি বিরোধীদের জোট ইন্ডিয়ার অংশ নয়।

ভারতের সংবিধান অনুসারে,

অনাস্থা প্রস্তাবের পক্ষে অন্তত ৫০ জন সদস্যের সমর্থন থাকলেই কেবল সরকারে বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব লোকসভায় ভোটাভুটিতে দেওয়া হয়।

এখানে অনাস্থা প্রস্তাব উত্থাপনকারী দল কংগ্রেসের সদস্য ৫২ জন এবং বিআরএস-এর সদস্য সংখ্যা ৯জন।

ফলে স্বাভাবিকভাবে বলা যায়, এই প্রস্তাব লোকসভায় গৃহীত হবে।

তবে ৫৪৩ আসন বিশিষ্ট লোকসভায় সংখ্যাগরিষ্ঠ বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট।

তাদের দখলে রয়েছে ৩৩১টি আসন। বিপরীতে সদ্য গঠিত বিরোধী জোট ইন্ডিয়ার দখলে রয়েছে মাত্র ১৪৪টি আসন।

যদিও বিরোধীদের কাছে এটি স্পষ্ট যে,

তারা কোনোভাবেই অনাস্থা প্রস্তাব পাশ করাতে পারবে না তবে তাদের দাবি এই প্রস্তাব তাদের মণিপুর ইস্যুতে বিতর্ক করতে প্রয়োজনীয় অনুপ্রেরণা যোগাবে।

তাদের দাবি,

এই প্রস্তাব পার্লামেন্টে মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বক্তব্য রাখতে বাধ্য করতে সহায়তা করবে।

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com