পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংকে সরিয়ে দেয়ার পর এবার সামরিক বাহিনীতেও বড় রদবদল এনেছে চীন।
দেশটির পারমাণবিক অস্ত্রাগার পরিচালনাকারী একটি এলিট ইউনিটের দায়িত্বশীল দুই কর্মকর্তাকেও সরিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং।
এ দুটি পদের দায়িত্বে ছিলেন পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) রকেট ফোর্স ইউনিটের প্রধান এবং তার ডেপুটি।
বর্তমানে তাদের স্থলাভিষিক্ত হয়েছেন সাবেক ডেপুটি নৌবাহিনী প্রধান ওয়াং হাউবিন এবং দলের কেন্দ্রীয় কমিটির সদস্য জু শিশেং।
কয়েক দশকের মধ্যে চীনের সামরিক বাহিনীতে এ প্রথম বড় রকম পরিবর্তন আনা হলো।
এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের পররাষ্ট্র নীতি ও জাতীয় নিরাপত্তা ফেলো লাইল মরিস বলেন,
‘সামরিক বাহিনীর সর্বশেষ শুদ্ধিকরণটি বেশ তাৎপর্যপূর্ণ।
চীন কয়েক দশকের মধ্যে পারমাণবিক কৌশলেও সবচেয়ে বড় পরিবর্তন এনেছে।’
তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট শি নজিরবিহীন উপায়ে পিএলএর নিয়ন্ত্রণ করে সংকুচিত করছেন।
কিন্তু এর অর্থ এ নয় যে,
এটি সম্পূর্ণ হয়েছে। শি এখনও গুরুত্বপূর্ণ পদের দুর্নীতি নিয়ে চিন্তিত এবং ইঙ্গিত দিয়েছেন যে, পার্টির প্রতিটি পদে সকলের বিশ্বস্ততার নিশ্চয়তা এখনো পাওয়া যায়নি।’
শি জিনপিং চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের সর্বোচ্চ সামরিক কমান্ডের চেয়ারম্যান।
এর আগে, গত মঙ্গলবার (২৫ জুলাই) পার্লামেন্টে একটি অধিবেশনে চীনের পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেয়া হয় কিন গাংকে।
সেই জায়গায় ওয়াং ই’কে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়।
আরও পড়ুন :