1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. admin@hostitbd.xyz : hostitbd :
  3. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
এবার চীনে সমুদ্রের ওপর দিয়ে ছুটছে বুলেট ট্রেন — Nobanno TV
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৩ অপরাহ্ন

এবার চীনে সমুদ্রের ওপর দিয়ে ছুটছে বুলেট ট্রেন

নবান্ন
  • আপডেট সময় : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ২০৮ বার পঠিত
এবার চীনে সমুদ্রের ওপর দিয়ে ছুটছে বুলেট ট্রেন

চীনে বিশ্বজোড়া খ্যাতি রয়েছে দ্রুতগতির ট্রেন নির্মাণের জন্য। দেশটির যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে এই ট্রেন।

চীনে এবার এমন এক দ্রুতগতির ট্রেন চালু করা হয়েছে, যেটি সমুদ্রের ওপর নির্মিত রেললাইন ধরে ছুটছে!

এতে তাইওয়ান ও ফুজিয়ানের মধ্যে আরও ভালো সংযোগ স্থাপনের ওপর জোর দেওয়া হয়েছে।

চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলের ফুজিয়ান প্রদেশের উপকূলে চলছে এই বুলেট ট্রেন।

২৭৭ কিলোমিটার রেললাইন যুক্ত করেছে ঝাংঝোউ, জিয়ামেন ও ফুজহোউ শহরকে।

এই পথে চলাচলকারী ট্রেনের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩৫০ কিলোমিটার।

এ পথে এবারই প্রথম দ্রুতগতির ট্রেন চালু হয়েছে। প্রতিদিন সকালে ফুজহোউ শহর থেকে ছাড়ে ট্রেনটি।

এই রেলপথে ৮৪টি সেতু ও ২৯টি টানেল রয়েছে। এর সঙ্গে রয়েছে অন্য রোমাঞ্চও– ২০ কিলোমিটার রেলপথ বানানো হয়েছে সমুদ্রের ওপরে!

চীনে এটিই প্রথম সমুদ্রের ওপর দিয়ে ছুটে চলা বুলেট ট্রেন।

২০১৬ সালে এই রেললাইনের নির্মাণকাজ শুরু হয়েছিল। ফুজিয়ান প্রদেশের পর্বত ও সমুদ্রবেষ্টিত ভূপ্রকৃতি এই প্রকল্পের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল।

চায়না রেলওয়ে জানিয়েছে, সমুদ্রের ওপরে লাইন নির্মাণে পরিবেশবান্ধব ইস্পাত ব্যবহার করা হয়েছে। সঙ্গে ব্যবহার করা হয়েছে বুদ্ধিমান রোবট।

সূত্র : জি নিউজ

 

 

আরও পড়ুন:

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com