ইতিহাসে এই প্রথম একসঙ্গে মহাকাশ ভ্রমণে যাচ্ছেন মা ও মেয়ে।
আগামী বৃহস্পতিবার (১০ আগস্ট) তারা নিউ মেক্সিকো থেকে মহাকাশের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন।
মার্কিন মহাকাশ পর্যটন প্রতিষ্ঠান ভার্জিন গ্যালাকটিকের প্রতিযোগিতার বিজয়ী হিসেবে মহাকাশে যাওয়ার সুযোগ পান মা কেইশা শাহাফ।
অ্যাবারডিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ১৮ বছর বয়সী অ্যানাস্তাতিয়া মায়ার্স এবং তার মা কেইশা শাহাফ একসঙ্গে মহাকাশে যাওয়া প্রথম মা-মেয়ে।
এছাড়াও ক্যারিবীয় অঞ্চল থেকেও প্রথম মহাকাশযাত্রী তারা।
কেইশা শাহাফ জানান, মেয়ের ভিসা ঠিক করার জন্য যুক্তরাজ্যে যাচ্ছিলেন তিনি।
অ্যান্টিগা থেকে ভার্জিন আটলান্টিকের একটি ফ্লাইটে লন্ডন যাওয়ার পথে হঠাৎ একটি বিজ্ঞাপন দেখতে পান।
বিজ্ঞাপন দেখে একটি ফরম পূরণ করেন।
এর কয়েক মাস পরে হঠাৎ জানতে পারেন ওই প্রতিযোগিতার শীর্ষ ২০ জনের তালিকায় রয়েছেন তিনি।
এরপর স্থান করে নেন সেরা পাঁচে।
এরপর হঠাৎ একদিন তার বাড়িতে ভার্জিন গ্যালাকটিকের মালিক ধনকুবের রিচার্ড ব্র্যানসনকে দেখতে পান তিনি।
সেদিন পুরো দলসহ তার বাড়িতে এসে ব্র্যানসন শাহাফকে বলেন, ‘আপনিই এই প্রতিযোগিতার বিজয়ী। আপনি মহাকাশে যাচ্ছেন।’
এ সময় শাহাফ বলেন, ‘আমার ও আমার মেয়ের জন্য এটি স্বপ্ন পূরণের চেয়েও বড় কিছু।’
এছাড়া দ্বিতীয় সর্বকনিষ্ঠ মহাকাশযাত্রী হিসেবে উচ্ছ্বসিত আনাস্তাতিয়া।
তিনি বলেন, ‘আশা করি আমি আমার মহাকাশ ভ্রমণের অভিজ্ঞতা দিয়ে অন্যদের অনুপ্রাণিত করতে পারব।’
ভার্জিন গ্যালাকটিক দ্বিতীয়বারের মতো বাণিজ্যিকভাবে ‘গ্যালাকটিক জিরো টু’ নামক মহাকাশ অভিযানে যাচ্ছে।
প্রতিযোগিতার বিজয়ী মা-মেয়ে ছাড়া এ যাত্রার জন্য অন্য মহাকাশযাত্রীদের একেকজনকে গুনতে হচ্ছে সাড়ে চার লাখ মার্কিন ডলার।
আরও পড়ুন :