চীন সফরে যাবেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার (২৭জুন) তিনি মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্যদের চীন সফরে যাবার পরিকল্পনা জানান। খবর আনাদ্যুলো এজেন্সির।
নেতানিয়াহুর কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, এটি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর চীনে চতুর্থ সফর হবে।
এক মাস আগেই মার্কিন প্রশাসনকে এই বিষয়ে জানানো হয়েছিল। তবে এখনো চীন সফরের তারিখ নির্ধারণ করা হয়নি।
এদিকে নেতানিয়াহু কংগ্রেসকে আশ্বস্ত করে বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের মধ্যে নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতা সব সময় রয়েছে।
যুক্তরাষ্ট্র ইসরাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অপরিবর্তনীয় মিত্র।
সম্প্রতি মধ্যপ্রাচ্যের দুটি দেশের মধ্যে চীন কূটনৈতিক ভূমিকা রেখেছে।
চীনের মধ্যস্থ্যতায় ইরান ও সৌদি আরবের সাত বছরের উত্তেজনাপূর্ণ সম্পর্কের অবসান ঘটেছে।
এদিকে চলতি মাসের শুরুতে চীন সফর করেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
সফরে তিনি দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ফিলিস্তিনের উন্নয়ন নিয়ে আলোচনা করেন।
আরও পড়ুন :