পশ্চিম তীরে একটি অবৈধ ইসরাইলি বসতির কাছে এক ফিলিস্তিনির গুলিতে ১ ইসরাইলি সেনা নিহত হয়েছে।
জবাবে ইসরাইলি বাহিনীর পাল্টা গুলিতে নিহত হয়েছেন ওই ব্যক্তিও।
বৃহস্পতিবার (৬ জুলাই) এই ঘটনা ঘটে।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস জানিয়েছে,
চলতি সপ্তাহে জেনিনে ইসরায়েলের দুদিনের সামরিক আক্রমণের জবাবে এই হামলা চালানো হয়েছে।
তাদের সদস্যই এই হামলা চালিয়েছিল।
ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে,
অধিকৃত পশ্চিম তীরের কেদুমিম বসতির আক্রমণকারী ব্যক্তির গাড়িটিকে পরীক্ষা করার জন্য থামানো হয়েছিল।
পরে গাড়ি থেকে না নেমেই ওই ব্যক্তি ইসরাইলি বাহিনীর সদস্যদের ওপর গুলি চালালে ঘটনাস্থলেই এক সেনাকে মৃত ঘোষণা করা হয়।
আক্রমণকারী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরে ইসরাইলি বাহিনী তাকে ধাওয়া করে এবং চিহ্নিত করে গুলি করে হত্যা করে।
ফিলিস্তিনি বার্তা-সংস্থা ওয়াফা জানিয়েছে, ফিলিস্তিনি ওই ব্যক্তির নাম আহমেদ ইয়াসিন হিলাল।
তিনি পশ্চিম তীরের রামাল্লার পশ্চিমে কিবিয়া গ্রামের বাসিন্দা।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে,
যেখানে গোলাগুলির ঘটনা তা ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের বাসভবনের খুব নিকটে।
স্মোট্রিচ পশ্চিম তীরে ইসরাইলের অবৈধ বসতি স্থাপনের পরিকল্পনার তত্ত্বাবধান করেন।
হত্যার দায় স্বীকার করে হামাস বলেছে, ‘শত্রুরা এটা জানবে যে,
জেনিনে চালানো ইসরাইলি গণহত্যা আমাদের জনগণের প্রতিরোধ স্পৃহা আরও বাড়িয়ে দিয়েছে এবং
মুক্তি না আসা পর্যন্ত এ ধরনের কাজের প্রতি তাদের আনুগত্যও বাড়িয়ে দিয়েছে।
আরও পড়ুন :