অধিকৃত পশ্চিম তীরের নাবলুসে ইসরাইলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এ সময় আহত হয়েছে আরও চার জন। তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার (২০ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে বলে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় ও রেড ক্রিসেন্টের বরাতে আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
যদিও এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইসরাইলের সামরিক বাহিনী।
ফিলিস্তিনের স্বাস্থ্য-মন্ত্রণালয় জানিয়েছে,
বৃহস্পতিবার ভোরের আগে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে।
ফিলিস্তিনের যোদ্ধারা জানিয়েছে তারা ইসরাইলি বাহিনী ও বসতির সঙ্গে নাবলুস এলাকায় তাদের মোকাবিলা করছিল।
ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট জানায়,
ইসরাইলি বাহিনীর গুলিতে অন্তত চার ফিলিস্তিনি আহত হয়েছেন,
দুজনের অবস্থা আশঙ্কাজনক। নাবলুসের পূর্ব অংশে ইসরাইলি বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে।
চলতি মাসের শুরুর দিকে ফিলিস্তিনের জেনিন শহরে ইসরাইলি বাহিনী অভিযান চালায়।
এতে ১২ ফিলিস্তিনি নিহত হয়, আহত হন শতাধিক।
অভিযানের মুখে হাজার হাজার ফিলিস্তিনি শহর ছেড়ে পালিয়ে যায়।
ইসরাইলি সেনারা শহরটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়।
আরও পড়ুন :