1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
ইরান ৫ মার্কিন নাগরিককে মুক্তি দিচ্ছে আটকে রাখা ৬০০ কোটি ডলারের বিনিময়ে
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৫৭ পূর্বাহ্ন

ইরান ৫ মার্কিন নাগরিককে মুক্তি দিচ্ছে আটকে রাখা ৬০০ কোটি ডলারের বিনিময়ে

নবান্ন
  • আপডেট সময় : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ৭৮ বার পঠিত
বিনিময়ে

আটকে রাখা ৬০০ কোটি ডলারের তহবিল ছাড়ের বিনিময়ে ৫ মার্কিন নাগরিককে মুক্তি দিচ্ছে ইরান।

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি বন্দি বিনিময় চুক্তি নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান।

গত মঙ্গলবার (২২ আগস্ট) ওয়াশিংটনে নিয়মিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন,

‘আমরা বিশ্বাস করি, এ বিষয়ে ইরানের সঙ্গে আমাদের যে সমঝোতা হয়েছে বিষয়টি সেভাবেই এগোচ্ছে।’

সম্প্রতি বেআইনিভাবে প্রবেশের অভিযোগে ইরানি বংশোদ্ভুত পাঁচ মার্কিন নাগরিককে গ্রেফতার করে ইরান।

ওয়াশিংটন এই পাঁচ মার্কিন নাগরিকের মুক্তি দাবি করলে বন্দি মুক্তির বিনিময়ে আটকে রাখা ৬০০ কোটি ডলার তহবিল ছাড়ের দাবি করে ইরান সরকার৷

জো বাইডেন প্রশাসন শর্ত মেনে নেয়ায়, আটক পাঁচ মার্কিন নাগরিককে চলতি মাসের শুরুর দিকে কারাগার থেকে সরিয়ে গৃহবন্দি হিসেবে রাখার পদক্ষেপ নেয় তেহরান৷

আল জাজিরার প্রতিবেদন মতে, একাধিক সংবাদমাধ্যম চলতি মাসের গোড়ার দিকে জানিয়েছিল,

অর্থনৈতিক নিষেধাজ্ঞার অধীনে আটকে রাখা প্রায় ৬০০ কোটি ডলার ফেরত দেয়ার বিনিময়ে পাঁচ মার্কিন নাগরিককে মুক্তি দেবে ইরান।

ইরানের ওই অর্থ দীর্ঘদিন ধরে দক্ষিণ কোরিয়ায় আটকে রয়েছে।

এই অর্থ ছাড়ের পাশাপাশি যুক্তরাষ্ট্রে বন্দি কয়েকজন ইরানি নাগরিককেও মুক্তি দেবে ওয়াশিংটন।

তবে বন্দি ওই পাঁচ মার্কিন নাগরিকের মুক্তির প্রক্রিয়ায় এখনও দুই মাস সময় লাগবে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

গত সোমবার (২১ আগস্ট) এর মুখপাত্র নাসের কানানি বলেন,

‘বন্দি বিনিময় প্রক্রিয়ার কোনো সময় নির্ধারণ করা হয়নি। তবে সবকিছু মিলিয়ে দুমাস সময় লাগতে পারে।’

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com