1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
ইউক্রেনে রেঁস্তোরায় ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বেড়ে ৮, আহত ৫৬ —
শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০১:২৭ পূর্বাহ্ন

ইউক্রেনে রেঁস্তোরায় ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বেড়ে ৮, আহত ৫৬

নবান্ন
  • আপডেট সময় : বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ১৫১ বার পঠিত
ক্ষেপণাস্ত্র

ইউক্রেনে পূর্বাঞ্চলের একটি রেঁস্তোরায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় মৃতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে।

নিহতদের মধ্যে তিনটি ‍শিশুও রয়েছে। এছাড়া এতে আহত হয়েছেন অন্তত ৫৬ জন। খবর আল-জাজিরার।

মঙ্গলবার (২৭ জুন) ক্রামাতোর্সক শহরে এ হামলা চালনো হয়।

হামলার পরপরই রেঁস্তোরার ভবনটি ধসে পড়ে। আশঙ্কা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে আছেন।

জরুরী কর্মীরা জানিয়েছে, ধ্বংসস্তুপ থেকে তিনজনকে টেনে বের করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, যেখানে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে সেখানকার ভবনগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর মধ্যে কয়েকটি ধসেও পড়ে।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনি মানুষকে মৃত পড়ে থাকতে দেখেছেন। এছাড়া আহতরা বাঁচার জন্য চিৎকার করছিল, কাঁদছিল।

বেলজিয়ামের ফ্রিল্যান্স সাংবাদিক আর্নড ডি ডেকার জানিয়েছেন, হামলার সময় রেঁস্তোরার ভেতরে অন্তত ৮০ জন ছিলেন।

হামলার পরপরই ধ্বংসস্তূপের নিচে আটকেপড়াদের উদ্ধার অভিযান শুরু হয়।

ক্রামাতোর্সক শহর এখনো ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে। তবে শহরটি রাশিয়ার দখলকৃত অঞ্চলের পাশেই অবস্থিত।

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com