1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
ইউক্রেনের প্রেসিডেন্ট এর পর তুরস্ক সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট
সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:০২ পূর্বাহ্ন

ইউক্রেনের প্রেসিডেন্ট এর পর তুরস্ক সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট

নবান্ন
  • আপডেট সময় : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ৭১ বার পঠিত
তুরস্ক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তুরস্ক সফরের পর এবার দেশটিতে সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আগামী মাসেই তিনি তুরস্ক সফরে যাবেন।

ইউক্রেন অভিযান চালানোর পর এই প্রথম দেশটিতে সফরে যাচ্ছেন পুতিন

শনিবার (৮ জুলাই) তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এ তথ্য নিশ্চিত করেছেন।

সফররত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এরদোগান বলেন,

আগামী মাসে পুতিন তুরস্ক সফর করবেন।

এরদোয়ান বলেন,

‘আমরা বন্দি বিনিময় নিয়ে রাশিয়া এবং ইউক্রেন উভয়ের সাথেই আলোচনা চালিয়ে যাচ্ছি।

পুতিন আগামী মাসে তুরস্ক সফর করবেন।

আমরা আবারও আসন্ন সময়ের মধ্যে তার সাথে এ বিষয়ে একের পর এক আলোচনার সুযোগ পাব।

আমি ফোনে কথাবার্তা চালিয়ে যাব।’

রাশিয়ার প্রেসিডেন্টের পররাষ্ট্র বিষয়ক সহকারী ইউরি উশাকভ বলেন,

পুতিনের তুরস্কে সফর করার বিষয়ে কোনো তারিখ নির্ধারণ করা হয়নি।

তবে তুর্কি প্রেসিডেন্টের আমন্ত্রণ গ্রহণ করেছেন রুশ প্রেসিডেন্ট।

তুরস্কের ইস্তাম্বুল কিংবা আঙ্কারাতে তাদের মধ্যে পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে পারে।

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com