আবারও অভিযুক্ত হলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এবার তার বিরুদ্ধে অভিযোগ,
তিনি তদন্ত বাধাগ্রস্ত করতে তার বাড়ির নিরাপত্তা ক্যামেরার ফুটেজ ডিলিট করার নির্দেশ দিয়েছিলেন নিরাপত্তারক্ষীদের।
সবমিলিয়ে ট্রাম্পের বিরুদ্ধে তিনটি নতুন অভিযোগ আনা হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে,
যুক্তরাষ্ট্রের ফেডারেল কৌঁসুলিরা তার বিরুদ্ধে স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ জুলাই) এই নতুন অভিযোগগুলো আনে।
সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে তদন্তে বাধা এবং ইচ্ছাকৃতভাবে জাতীয় প্রতিরক্ষা তথ্য দখল করে রাখাসহ মোট তিনটি অভিযোগ আনা হয়েছে।
এই নতুন মামলা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা সংখ্যা গিয়ে দাঁড়াল ৪০ এ।
আদালতের নথি অনুসারে,
কৌঁসুলিরা ট্রাম্পের বাড়ি মার-এ-লাগোর ৫৬ বছর বয়সী রক্ষণাবেক্ষণ কর্মী কার্লোস ডি অলিভেইরাকে তদন্তে বাধা দেয়ার ষড়যন্ত্র,
তদন্তকারীদের কাছে মিথ্যা কথা বলা এবং নথি ধ্বংস করার অভিযোগে অভিযুক্ত করেছেন।
ডি অলিভেইরা হলেন ট্রাম্পের দ্বিতীয় কর্মচারী যিনি সাবেক প্রেসিডেন্টের পাশাপাশি ফেডারেল ফৌজদারি অভিযোগের মুখোমুখি হয়েছেন।
এর আগে গত জুন মাসে ট্রাম্পের আরেক কর্মচারী ওয়াল্ট নাউতাকে ফেডারেল ফৌজদারি অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল।
আবার মার্কিন কৌঁসুলিরা বৃহস্পতিবার যে হালনাগাদ অভিযোগ গ্র্যান্ড-জুরির কাছে জমা দিয়েছেন তাতে নাউতার বিরুদ্ধে নতুন অভিযোগ আনা হয়েছে।
অলিভেইরার মতো তিনিও নথি ধ্বংস করার চেষ্টায় যুক্ত ছিলেন বলে অভিযোগ আনা হয়েছে।
আরও পড়ুন :