1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
হিরো আলমের নিরাপত্তা নিয়ে ডিএমপি কমিশনারের মন্তব্য — Nobanno TV
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন

হিরো আলমের নিরাপত্তা নিয়ে ডিএমপি কমিশনারের মন্তব্য

নবান্ন
  • আপডেট সময় : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ২৫৪ বার পঠিত
হিরো আলমের নিরাপত্তা নিয়ে ডিএমপি কমিশনারের মন্তব্য

ঢাকা-১৭ আসনে উপনির্বাচনের দিন পুলিশকে না জানিয়ে একই কেন্দ্রে দ্বিতীয় বার যাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিরো আলমকে নিরাপত্তা দিতে পারেনি পুলিশ।

আর সেই সুযোগে দুষ্কৃতিকারীরা তার ওপর হামলা করে থাকতে পারে। এমন মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

 

বাংলাদেশ দোকান মালিক সমিতির আয়োজনে আজ শনিবার দুপুরে রাজধানীর পল্টনে পলওয়েল মার্কেটে মরিচের চারা বিতরণ অনুষ্ঠানে তিনি এমন কথা বলেন।

খন্দকার গোলাম ফারুক বলেন,

কেন্দ্রে সমস্যা হওয়ার কারণে হিরো আলমসহ তার কর্মীদের বের করে দেওয়া হয়েছিল। হিরো আলম কেন্দ্রের বাইরে দুষ্কৃতকারীদের দ্বারা আক্রান্ত হয়।

সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করা হচ্ছে।

ব্যবসায়ীদের নিরাপত্তায় পুলিশ তৎপর আছে জানিয়ে তিনি বলেন,

পুলিশ ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে সর্বদা তৎপর। গত ১৫ বছর ধরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে।

করোনাভাইরাসের সময়ে কিছুটা সমস্যা তৈরি হয়েছিল। ব্যবসায়ীদের কোথাও চাঁদা দিতে হয় না।

তাদের আইনশৃঙ্খলাজনিত কোনো সমস্যা নেই। তারা নির্বিঘ্নে ব্যবসা করে যাচ্ছেন।

এই পরিস্থিতি ধরে রাখতে হলে পুলিশ ও ব্যবসায়ীদের সঙ্গে যে সুসম্পর্ক সেটি অব্যাহত রাখতে হবে।

ডিএমপি কমিশনার আরও বলেন,

ব্যবসায়ীদের ওপর যেন কোনো ধরনের জুলুম না হয় সেটি দেখার দায়িত্ব আমাদের। সেটি আমরা অবশ্যই দেখব।

আপনারা কোনো ধরনের জুলুম, চাঁদাবাজি বা ব্যবসায় ক্ষতির চেষ্টা করা হচ্ছে দেখে তা পুলিশকে জানালে আপনাদের পাশে থাকব।

পাশাপাশি জাতীয় জরুরি সেবা ৯৯৯ আছে। এখানে জানালেও ৩ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।

মাস্তান বা সন্ত্রাসী কোন দল করে সেটি বিবেচনা করা হয় না। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com