আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে
বস্তায় ভরে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
সোমবার (২৪ জুলাই) রাতে মোবাইল ফোনে অজ্ঞাত ব্যক্তি তাকে এ হুমকি দেয়।
ঘটনার পর নিজের নিরাপত্তা চেয়ে ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে রাতে রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ইউটিউবার হিরো আলম। সাধারণ ডায়েরি (জিডি) নম্বর ১৩৬১।
সোমবার (২৪ জুলাই) রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওলাদ হোসেন।
তিনি বলেন, ‘নিরাপত্তা শঙ্কা ও হত্যার হুমকির বিষয়ে হিরো আলম থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
বিষয়টি মঙ্গলবার আদালতে জানান হবে। আদালতের অনুমতি সাপেক্ষে এ বিষয়ে তদন্ত ও যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
সাধারণ ডায়েরিতে (জিডি) হিরো আলম দাবি করেন,
একটি নম্বর থেকে কল আসে। নাম-পরিচয় না দিয়ে বারবার এক ভাইয়ের রেফারেন্সে কথা বলে।
বারবার গালিগালাজ করে, আর অনবরত হুমকি দিতে থাকে।
বলে আমার ভাইয়ের বিরুদ্ধে বলোস, মিডিয়ায় নাটক করিস, তোরে মাইরা বস্তায় ভরে বুড়িগঙ্গায় ভাসায় দিবো।
আমি আসতেছি, তোর…পথে বাঁশ দিবো। মামলা দিছস, মামলাটা আগে উঠুক, তারপর দেখবি।
হিরো আলম গণমাধ্যমকে বলেন,
গুলশানে নির্বাচন করতে এসে মার খেয়েছি, আজ হত্যার হুমকি পেলাম। কাউকে এভাবে হত্যার হুমকি দেওয়া হলে পুলিশ প্রটেকশনেও রক্ষা পায় না।
নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি চাই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক। হত্যার হুমকির বিষয়টি ইতোমধ্যে ডিবি পুলিশ, বনানী থানা পুলিশকে জানিয়েছি।
হিরো আলম আরও বলেন,
বাসায় অবস্থানকালে ব্যক্তিগত মোবাইল নম্বরে রাত ৯:৪৩, ৯:৫৪, ১১:১৮ মিনিটে অজ্ঞাত ব্যক্তি কল দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজসহ দেখে নেওয়ার হুমকি দেয়।
তাকে গালিগালাজ করতে নিষেধ করলে, সে আগামী সাত দিনের মধ্যে আমাকে প্রাণে মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেবে বলে পুনরায় হুমকি দেয়। এতে আমি শঙ্কিত।
উল্লেখ্য, গত ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের দিন স্বতন্ত্রপ্রার্থী হিরো আলমের ওপর হামলা চালানো হয়। এই ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন :