বিএনপির অবস্থান কর্মসূচির দিন রাজধানীর উত্তরায় ঈগল পরিবহনের একটি বাসে আগুন দেওয়ায় অজ্ঞাতনামা ১৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
ঈগল পরিবহনের ব্যবস্থাপক বিপ্লব অধিকারী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলাটি দায়ের করেন।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার কে এন রায় নিয়তি বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৯ জুলাই রাতে ঈগল পরিবহনের চালক মো. নুর ইসলাম রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে হোটেলে খেতে যান।
এ সময় চালকের সহকারী মো. রিপন হোসেন বাসের দরজা লাগিয়ে পাশের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন।
এ সময় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জন দুষ্কৃতকারী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাসে হামলা চালায়।
এরপর বাসটির জানালা দিয়ে কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করলে সঙ্গে সঙ্গে বাসের ভেতরে আগুন ধরে যায়। এতে ৫৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে দুষ্কৃতকারীরা সরকার বিরোধী স্লোগান দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়।
এরপর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলেও এজাহারে উল্লেখ করা হয়।
আরও পড়ুন :