1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
হিলি স্থলবন্দরে বাড়ছে আমদানি, কমছে কাঁচা মরিচের দাম — Nobanno TV
শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৪০ পূর্বাহ্ন

হিলি স্থলবন্দরে বাড়ছে আমদানি, কমছে কাঁচা মরিচের দাম

নবান্ন
  • আপডেট সময় : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ১২৩ বার পঠিত
হিলি স্থলবন্দরে বাড়ছে আমদানি, কমছে কাঁচা মরিচের দাম

হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচের আমদানি বেড়েছে। এতে কমতে শুরু করেছে দাম। কেজিপ্রতি ৫০-৬০ টাকা পর্যন্ত কমেছে।

দাম কমায় বেড়েছে বেচাকেনা। মরিচের দাম কমায় খুশি ব্যবসায়ী ও পাইকাররা।

শনিবার (৫ আগস্ট) সকাল থেকেই বন্দর দিয়ে প্রবেশ করছে ভারত থেকে আসা কাঁচা মরিচের ট্রাক।

বন্দর থেকে এসব পণ্য চলে যাচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার মোকামে।

আমদানি বাড়ায় বন্দরের শ্রমিকদের মাঝে শুরু হয়েছে কর্মব্যস্ততা।

ব্যবসায়ীরা জানান, কেজি প্রতি কাঁচা মরিচের দাম কমেছে ৫০-৬০ টাকা পর্যন্ত।

গত সপ্তাহ আগে কাচা মরিচ বিক্রি হয়েছে ১৬০-১৭০ টাকায়। বর্তমানে বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়।

ব্যবসায়ী এনছান আলী বলেন, দাম কমার কারণে বিভিন্ন জেলা থেকে পাইকার ও ব্যবসায়ীরা বন্দরে আসছে কাঁচা মরিচ কিনতে। বেচাবিক্রি ভালো হচ্ছে। বর্তমানে চাহিদাও ভালো আছে।

মরিচ আমদানিকারক গোলাম রব্বানী বলেন, চাহিদা অনুযায়ী আমদানি অব্যাহত রেখেছি। আমদানি বন্ধ থাকলে দাম আবারও বাড়বে।

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা তাপস কুমার দেবরায় বলেন, কাঁচা পণ্য হওয়ায় বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাঁচা মরিচ দ্রুত ছেড়ে দেয়া হচ্ছে।

সপ্তাহের প্রথম দিন শনিবার ভারতীয় ১০ ট্রাকে ৭২ মেট্রিক টন কাঁচা মরিচ এসেছে।

 

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com