1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
হিলি স্থলবন্দরের ব্যবসায়ীদের কাছে চিঠি পাঠান, রাস্তার অবস্থা বেহাল
শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০১:৫৮ পূর্বাহ্ন

হিলি স্থলবন্দরের ব্যবসায়ীদের কাছে চিঠি পাঠান, রাস্তার অবস্থা বেহাল

নবান্ন
  • আপডেট সময় : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ৮৮ বার পঠিত

খালাখন্দে ভরা দিনাজপুরের হিলি স্থলবন্দরের রাস্তা দ্রুত সংস্কার করা না হলে আমদানি-রফতানি বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা।

এ বিষয়ে হিলি ব্যবসায়ীদের একটি চিঠিও দিয়েছেন তারা।

তিনি বলেন,

ভারতীয় ব্যবসায়ীরা বৃহস্পতিবার (৬ জুলাই) সন্ধ্যায়

বাংলাদেশের হিলি স্থলবন্দরের ব্যবসায়ীদের কাছে পাঠানো চিঠিতে উল্লেখ করেছেন যে রাস্তার অবস্থা বেহাল।

অনুপযোগী এই সড়কটি অতিদ্রুত চলাচল উপযোগী করতে হবে।

না হলে যে কোনো সময় বাংলাদেশে সব ধরনের পণ্য রফতানি বন্ধ করে দেয়া হবে।

তিনি আরও বলেন,

বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম সচল রাখার স্বার্থে হিলি জিরো পয়েন্ট গেট থেকে

স্থলবন্দর পর্যন্ত ৮০০ মিটার সড়কটির কাজ দ্রুত সম্পন্ন করার তাগিদ দিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা।

এদিকে রাস্তার কাজ দ্রুত শেষ করা না হলে মানববন্ধন ও সড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন বাংলাদেশি ব্যবসায়ীরা।

জানা গেছে, দীর্ঘদিন ধরে স্থানীয়দের আন্দোলন ও দাবির পরিপ্রেক্ষিতে সরকার হিলি স্থলবন্দরের প্রধান সড়ক হিলি চেকপোস্টের জিরো পয়েন্ট থেকে মহিলা কলেজ পর্যন্ত সোয়া ২ কিলোমিটার সড়কটি চার লেন করার সিদ্ধান্ত নেয়।

এর ফলে গত বছরের ডিসেম্বরে প্রায় ৩৪ কোটি টাকা ব্যয়ে সিসিঢালাইযুক্ত কাজ শুরু হয়।

কিন্তু শুরু থেকেই ঢাকার সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান নির্মাণকাজ করা নিয়ে গড়িমসি করে আসছে।

এ বিষয়ে বন্দরের আমদানিকারক শাহিনুর রেজা শাহিন বলেন,

‘সড়কের কারণে পণ্য আনানেয়া কার্যক্রম ব্যাহত হচ্ছে।

গত সপ্তাহে ভারতীয় পণ্যবোঝাই একটি ট্রাক উল্টে গিয়েছে।

সড়কের কারণে আমরা ভোগান্তি ও লোকসানে পড়ছি।

তবে আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে শেষ হওয়া সড়কের চার লেনের মধ্যে দুই লেন চলাচলের জন্য খুলে দেয়া হবে উল্লেখ করে দিনাজপুর সড়ক ও

জনপদ বিভাগের উপসহকারী প্রকৌশলী আনফ সরকার বলেন,

এতে সমস্যা অনেকাংশে কমে যাবে। ঈদের ছুটির জন্য সংশ্লিষ্ট ঠিকাদার কাজ বন্ধ রেখেছিল।

ছুটি কাটিয়ে কাজ আবারও শুরু হয়েছে।

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com