বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য কার্যক্রম রুপিতে লেনদেনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রাজধানীতে হোটেলে লা’ মেরিডিয়ানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার ও ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা যৌথভাবে আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
মঙ্গলবার (১১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, এস্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় বাংলাদেশ থেকে তামিম অ্যাগ্রো লিমিটেড ১৬ মিলিয়ন রুপি রপ্তানি এলসি এবং নিতা কোম্পানি লিমিটেড প্রায় ১২ মিলিয়ন রুপির আমদানি এলসি খুলেছে।
দুই দেশের দুটি প্রতিষ্ঠানের এলসি খোলার মধ্য দিয়ে রুপিতে বাংলাদেশ-ভারত আনুষ্ঠানিক লেনদেন শুরু হয়েছে।
প্রাথমিক পর্যায়ে দুই দেশের দুটি করে চারটি ব্যাংকের মাধ্যমে রুপিতে আমদানি-রপ্তানি পণ্যের মূল্য পরিশোধ করা যাবে।
বৈদেশিক বাণিজ্যে লেনদেন সহজ করতে এবং ব্যয় সাশ্রয়ে বিকল্প মুদ্রা চালুর দাবির প্রেক্ষিতে সীমিত পরিসরে রুপিতে লেনদেন শুরু হলো।
আরও পড়ুন :