মার্কিন ডলারের বিপরীতে রাশিয়ার মুদ্রা রুবলের মান কমতে কমতে গত ১৬ মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে ঠেকেছে।
রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যম আরটি জানিয়েছে,
প্রধান বৈশ্বিক মুদ্রাগুলোর বিপরীতে মান হারাচ্ছে রুবল।
এর মান কমতে কমতে সোমবার (৭ আগস্ট) লেনদেনের শুরুর দিকে ১৬ মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্নে এসে ঠেকেছে।
স্থানীয় সময় সোমবার সকাল ৭ টা ২৯ মিনিটে লেনদেনে প্রতি মার্কিন ডলার সমান ৯৬ রুবলের ওপরে উঠে যায়।
যা ২০২২ সালের ২৮ মার্চের পর সর্বনিম্ন।
এদিকে, সম্প্রতি ইউরোর বিপরীতেও রুবলের দর পতন হচ্ছে।
গত শুক্রবার (৪ আগস্ট) প্রতি ইউরো সমান ঠেকে ১০৬ রুবল।
রুবলের এ ব্যাপক দরপতনের এক বড় কারণ হিসেবে দেখা হচ্ছে,
গ্রীষ্মকালীন ছুটির মৌসুমে বৈদেশিক মুদ্রার চাহিদা বেড়ে যাওয়াকে।
তাছাড়া মাসের শুরুতে রফতানিকারকরাও তেমন একটা বৈদেশিক মুদ্রা যোগান দিতে পারেননি।
এ বিষয়ে প্রমসভিয়াজব্যাঙ্কের প্রধান বিশ্লেষক এগর গিলনিকভ জানান,
৭ আগস্ট থেকে বাজেট নীতির কাঠামো অনুসারে,
অর্থ মন্ত্রণালয়ের সবশেষ বৈদেশিক মুদ্রা কেনার সিদ্ধান্তের কারণে রুবলের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।
তিনি আরও জানান,
মস্কো এক্সচেঞ্জ সূচকে একটি অপ্রত্যাশিত সংশোধনীর পর রুবলের ওপর একটি বড় চাপ পড়ে।
তাছাড়া দেশ থেকে পুঁজি বহিঃপ্রবাহও এখানে রুবলের মানে প্রভাব ফেলেছে।
এদিকে,
গত সপ্তাহে রাশিয়ার অর্থমন্ত্রী আন্তন সিলুয়ানভ বলেছিলেন,
রুবলের অবমূল্যায়ন বাণিজ্যের ভারসাম্য পরিবর্তনের ফলাফল।
তাছাড়া ছুটির মৌসুমে বৈদেশিক মুদ্রার চাহিদা বেড়ে যাওয়া এখানে প্রভাব ফেলেছে।
আরও পড়ুন: