1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
রাশিয়ান নাগরিকদের কাছে সঞ্চয়ের জন্য জনপ্রিয় মুদ্রা চীনা ইউয়ান — Nobanno TV
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৫৯ অপরাহ্ন

রাশিয়ান নাগরিকদের কাছে সঞ্চয়ের জন্য জনপ্রিয় মুদ্রা চীনা ইউয়ান

নবান্ন
  • আপডেট সময় : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ৯৩ বার পঠিত
ইউয়ান

মার্কিন ডলার বা ইউরো নয়, রাশিয়ান নাগরিকদের কাছে সঞ্চয়ের জন্য সবচেয়ে জনপ্রিয় বৈদেশিক মুদ্রা হচ্ছে চীনা ইউয়ান।

এমন তথ্যই প্রকাশ্যে এসেছে পাবলিক ওপিনিয়ন ফাউন্ডেশনের এক সমীক্ষায়।

রাশিয়ান সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, পাবলিক ওপিনিয়ন ফাউন্ডেশন পরিচালিত সমীক্ষায় অংশ নেয়া ব্যক্তিদের কল্পনা করতে বলা যে তাদের যদি প্রচুর পরিমাণে রুবল দেয়া হয়;

তবে সেই রুবল বিক্রি করে যেকোনো বৈদেশিক মুদ্রায় রূপান্তরের একটি শর্ত জুড়ে দেয়া হয় এবং পাঁচ বছরের জন্য সঞ্চয়ের একটি আকাউন্টে রাখতে বলা হয়,

তাহলে তারা কোন বৈদেশিক মুদ্রায় রুবল রপান্তর করবেন।

যার উত্তরে সমীক্ষায় অংশ নেয়া রুশ নাগরিকদের মধ্যে প্রায় ৩২ শতাংশই চীনা মুদ্রা ইউয়ান বেছে নেন।

এ ছাড়া ২৬ শতাংশ রুবলকে ইউরোতে রূপান্তর করে সঞ্চয়ে মত দিয়েছেন আর ২৩ শতাংশ বেঁছে নেন মার্কিন ডলার।

সমীক্ষায় উঠে এসেছে, যুবকরা ছাড়া সব বয়সী রুশ নাগরিকদের মধ্যে ইউয়ানের জনপ্রিয়তা সবচেয়ে বেশি।

৩০ বছরের কম বয়সী রাশিয়ানরা তাদের দুঃসময়ের তহবিলের জন্য ইউরোকে বেছে নেন। এর হার ৩৬ শতাংশ।

যেখানে এ বয়সীদের ৩২ শতাংশ চীনা মুদ্রাটির পক্ষে মত দিয়েছেন।

তবে ইউনিভার্সিটি ডিগ্রি রয়েছে এমন ব্যক্তিদের মধ্যে ৪১ শতাংশেরই সঞ্চয়ের জন্য ইউয়ান পছন্দ।

ইউয়ান, ইউরো এবং মার্কিন ডলার ছাড়াও রাশিয়ান নাগরিকদের কাছে সঞ্চয়ের জন্য পছন্দের শীর্ষ ৫ বৈদেশিক মুদ্রার মধ্যে আরও রয়েছে ব্রিটিশ পাউন্ড ও তুর্কি লিরা।

সমীক্ষায় অংশ নেয়া ৩ শতাংশ রুশ নাগরিক ব্রিটিশ পাউন্ডে সঞ্চয়ের পক্ষে মত দিয়েছেন আর মাত্র ২ শতাংশ তুর্কি লিরায় সঞ্চয় করতে চান।

এ ছাড়া প্রায় ২ শতাংশ রুশ নাগরিক আরব দিরহামে সঞ্চয় করতে আগ্রহী।

প্রায় একই শতাংশ সুইস ফ্রাঙ্ক বা জাপানি ইয়েনে সঞ্চয় করার পক্ষে মত দিয়েছেন।

এর বাইরে ১ শতাংশ করে প্রতিক্রিয়ায় অংশগ্রহণকারী ইসরাইলি শেকেল ও ইরানি রিয়ালে সঞ্চয় করার পক্ষে মত দিয়েছেন।

তবে ৬১ শতাংশ রাশিয়ানই রুশ মুদ্রা রুবলে সঞ্চয় করতে পছন্দ করেন।

সমীক্ষায় অংশ নেয়া রুশ নাগরিকদের মধ্যে মাত্র ১৫ শতাংশ রুবলের পরিবর্তে অন্য কোনো একটি বৈদেশিক মুদ্রায় সঞ্চয়ের পক্ষে মত দেন।

পাবলিক ওপিনিয়ন ফাউন্ডেশনের সমীক্ষাটি ‍জুলাইয়ের শেষের দিকে ১০৪টি রাশিয়ান শহর ও

গ্রামীণ জনবসতি জুড়ে ১৮ বছরের বেশি বয়সী ১ হাজার ৫০০ জনের মধ্যে পরিচালিত হয়।

সমীক্ষায় রুবলের বিনিময় হারের বিষয়টিও উল্লেখ করা হয়।

অংশগ্রহণকারীদের মধ্যে অর্ধেক মানুষ মনে করে পশ্চিমা মুদ্রার বিপরীতে রুবলের শক্তিশালী হওয়া রাশিয়ান অর্থনীতিকে উপকৃত করেছে।

যাদের ৯ শতাংশ বলেছে যে এতে দেশের বাজারে পণ্যমূল্য কমে আসবে এবং ৫ শতাংশ মনে করে এতে রাশিয়ানদের জীবনযাত্রার মান উন্নত হবে।

এদিকে মাত্র ১৬ শতাংশ বলেছেন যে রুবলের দুর্বল অবস্থান রাশিয়ার অর্থনীতির জন্য উপকারী।

এদিকে সপ্তাহের শুরুতে রুবলের মান কমে প্রতি ডলারের বিপরীতে ঠেকে ১০১ এবং ইউরোর বিপরীতে নামে ১১১, যা বিগত ১৬ মাসের মধ্যে সর্বনিম্ন।

তাই দেশটির কেন্দ্রীয় ব্যাংক সুদহার বাড়িয়ে ১২ শতাংশ করেছে।

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com