চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে অর্থাৎ এপ্রিল থেকে জুন মাসে ৬ দশমিক শূন্য ১ বিলিয়ন ডলার মুনাফা করেছে মার্কিন তেল কোম্পানি শেভরন করপোরেশন।
যা বিশ্লেষকদের করা অনুমানকেও ছাড়িয়ে গেছে।
রোববার (২৩ জুলাই) কোম্পানিটি জানিয়েছে,
ওয়াল স্ট্রিট শেভরনের মুনাফার যে পূর্বাভাস দিয়েছে বছরের দ্বিতীয় প্রান্তিকের মুনাফা সেই পূর্বাভাস ছাড়িয়েছে।
এদিকে ব্লুমবার্গের সমীক্ষায় বিশ্লেষকরা ধারণা করছিলেন যে এপ্রিল থেকে জুন মাস সময়ে শেভরনের মুনাফা ৫ দশমিক ৫ বিলিয়ন ডলার হবে।
তাদের এই অনুমানকেও ছাড়িয়েছে শেভরনের মুনাফার হার।
তবে প্রতিষ্ঠানটির এই মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় ৪৮ শতাংশ কম।
এবিষয়ে বিস্তারিত তথ্য প্রতিষ্ঠানটি শুক্রবার প্রকাশ করবে বলে জানিয়েছে রয়টার্স।
শেভরন জানিয়েছে,
এ তিন মাস সময়ে তারা পারমিয়ান বেসিনে ৭ লাখ ৭২ হাজার ব্যারেল তেল উৎপাদন করেছে। যা একটি রেকর্ড বলা যায়।
এবিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ওয়ার্থ একটি সাক্ষাতকারে রয়টার্সকে জানিয়েছিলেন যে এটি পার্মিয়ানে কোনো প্রান্তিকে শেভরনের উৎপাদিত তেলের রেকর্ড।
তাছাড়া এটি গত বছরের একই সময়ের তুলনায় ১০ শতাংশ বেশি।
রাশিয়া-ইউক্রেন সংঘাত শুরুর পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম লাফিয়ে বাড়তে থাকে। যা গত বছরে সর্বোচ্চ পর্যায়ে ছিল।
তবে সেই তুলনায় বর্তমানে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ২০ শতাংশেরও বেশি কমেছে।
তার সত্ত্বেও শেভরনের মতো তেল জায়ান্টগুলো গত কয়েক প্রান্তিক ধরে বড় অংকের মুনাফা পকেটে পুরছে।
এর আগে চলতি বছরের প্রথম প্রান্তিকে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চে প্রায় ৬ দশমিক ৬ বিলিয়ন ডলার আয় করার কথা জানিয়েছিল শেভরন।
যা গত বছরের একই সময়ের তুলনায় ৫ শতাংশ বেশি। একই সঙ্গে ৫ বিলিয়ন ডলার মুনাফা করার কথা জানায় বিপি।
এদিকে মার্কিন তেল জায়ান্ট এক্সনমবিলও বছরের প্রথম প্রান্তিকে রেকর্ড মুনাফার কথা জানিয়েছিল।
চলতি বছরের প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটি রেকর্ড ১১ দশমিক ৪ বিলিয়ন ডলার মুনাফা করেছে।
যা আগের বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ।
গত বছরের প্রথম প্রান্তিকে তারা ৫ দশমিক ৫ বিলিয়ন ডলার মুনাফা করেছিল।
আরও পড়ুন :