ভারতের পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত পঞ্চায়েত ভোটের কারণে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে।
এতে বন্দরে আটকা পড়ছে পণ্যবাহী ট্রাক।
শনিবার (৮ জুলাই) ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এএসএম মাকসুদ খাঁন এ তথ্য জানান।
তিনি বলেন, ভারতের পশ্চিমবঙ্গে আজ পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত হচ্ছে।
এ কারণে শনিবার সকাল থেকে ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম রয়েছে।
এর ফলে ভোমরা বন্দরেও আমদানি-রফতানি কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে না।
তবে রোববার (৯ জুলাই) থেকে আবারও যথারীতি আমদানি-রফতানি কার্যক্রম চলবে বলে জানান মাকসুদ খাঁন।
এদিকে বন্দরের কার্যক্রম বন্ধ থাকায় প্রায় ৩০০টির মতো পণ্যবাহী ট্রাক ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরে আটকা পড়েছে বলে জানান আমদানিকারকরা।
আর ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজরিহা হোসাইন জানান,
আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও, বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে।
আরও পড়ুন :