1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
বৃষ্টি হলে কাঁচা মরিচের দাম বাড়ে এটা সবাই জানে : স্বরাষ্ট্রমন্ত্রী — Nobanno TV
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩১ অপরাহ্ন

বৃষ্টি হলে কাঁচা মরিচের দাম বাড়ে এটা সবাই জানে : স্বরাষ্ট্রমন্ত্রী

নবান্ন
  • আপডেট সময় : রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ১১৩ বার পঠিত

কাঁচা মরিচের চড়া দাম প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বৃষ্টি হলে কাঁচা মরিচের দাম বাড়ে এটা সবাই জানে।

বৃষ্টি কমলেই এর দাম কমে যাবে। এদিকে এবারের ঈদে রাজধানীসহ সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল বলেও মন্তব্য করেন তিনি।

রোববার (২ জুলাই) ঈদের পর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ঈদে সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এবারের ঈদ সারা দেশের মানুষই স্বস্তির সঙ্গে পালন করেছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল। রাজধানীতেও পরিস্থিতি ভালো ছিল। কিন্তু এর মধ্যেও একজন পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনা দুঃখজনক।

এছাড়া ঢাকার বাইরে এক সাংবাদিককে আহত করা হয়েছে। এসব ঘটনা আমরা খতিয়ে দেখছি।

বাজারে কাঁদা মরিচের দাম বৃদ্ধি নিয়েও কথা বলেন তিনি। বলেন, জনগণ জানে অতিবৃষ্টিতে কাঁচা মরিচের দাম বাড়বে।

বৃষ্টির কারণে কাঁচা মরিচসহ কিছু পণ্যের দাম বেড়ে গেছে। বৃষ্টি কমে গেলে এগুলোর দামও কমবে। অনেক পণ্যের দামই এর মধ্যে কমে গেছে। আরও কমবে।

‘আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে গেছে’- বিএনপি নেতাদের এমন দাবির প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ কখনোই জনবিচ্ছিন্ন হয়নি, ভবিষ্যতেও হবে না।

জনগণই তাদের মূলশক্তি। তাই আমি মনে করি জনগণ আমাদের প্রতি আস্থা রাখবে।

ঈদের পর বিএনপির আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,

তারা যদি সভা-সমাবেশের নামে দেশে আবারও অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করে, তাহলে আইনশৃঙ্খলা বাহিনীও বসে থাকবে না।

তারা এসব অশান্তি করে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। নির্বাচন নিয়ে সভা-সমাবেশে আবার সেরকম করলে জনগণ তা মেনে নেবে না।

যারা এই ধরনের হত্যা, জ্বালাও-পোড়াও রাজনীতি করে… জনগণ কখনোই তাদের মেনে নেবে না। বরং তারা দিন দিন জনবিচ্ছিন্ন হয়ে পড়বে।

 

আরও পড়ুন :

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com