1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
পুঁজিবাজার ডিএসই এ বেড়েছে সবগুলো সূচকের মান — Nobanno TV
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪৪ পূর্বাহ্ন

পুঁজিবাজার ডিএসই এ বেড়েছে সবগুলো সূচকের মান

নবান্ন
  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ১০৬ বার পঠিত
পুঁজিবাজার

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেড়েছে সবগুলো সূচকের মান।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একটি বাদে ঊর্ধ্বমুখী সবগুলো সূচক।

তবে ডিএসইতে লেনদেন কমলেও, বেড়েছে সিএসইতে।

ডিএসইর বাজার বিশ্লেষণ অনুযায়ী, মঙ্গলবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৩৪ দশমিক ১০ পয়েন্টে।

এছাড়া ডিএসইএস সূচক শূন্য দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৪ দশমিক ৪৭ পয়েন্টে।

আর ডিএস-৩০ সূচক বেড়েছে ২ দশমিক ০১ পয়েন্ট।

সূচকটি অবস্থান করছে ২ হাজার ১৯৩ দশমিক ৫৩ পয়েন্টে।

তবে ডিএসইতে এদিন কমেছে লেনদেন।

মঙ্গলবার লেনদেন হয়েছে ৬০০ কোটি ২৮ লাখ টাকার শেয়ার।

আর গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৭৯ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার।

লেনদেন কমেছে ৭৯ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার।

এছাড়া মঙ্গলবার ডিএসইতে ৩৭৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে।

এরমধ্যে দাম বেড়েছে ৭৪ টি কোম্পানির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮১টি কোম্পানির শেয়ারের দাম।

লেনদেনের শীর্ষে ফু-ওয়াং ফুডস।

এছাড়া খান ব্রাদার্স, সি পার্ল, জে এম আই হসপিটাল, ফু-ওয়াং সিরামিক,

রূপালি লাইফ ইন্সুরেন্স, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স,

নাভানা ফার্মা ও জেমিনী সী ফুড ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।

এদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতেও এদিন একটি বাদে বেড়েছে সব সূচকের মান।

মঙ্গলবার সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই ২১ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭২৬ দশমিক ৬৮ পয়েন্টে।

এছাড়া সিএসসিএক্স সূচক ১২ দশমিক ৭৭ পয়েন্ট ও সিএসই-৫০ সূচক শূন্য দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ১৯৪ দশমিক ৪৭ পয়েন্টে ও ১ হাজার ৩১৫ দশমিক ২৯ পয়েন্টে।

আর সিএসআই সূচক অবস্থান করছে ১ হাজার ১৭৭ দশমিক ২২ পয়েন্টে।

সূচক বেড়েছে ২ দশমিক ৬৪ পয়েন্ট। তবে কমেছে সিএসই-৩০ সূচকের মান।

সূচকটি ৫ দশমিক ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৮৯ দশমিক ১৭ পয়েন্টে।

সিএসইতে মঙ্গলবার বেড়েছে লেনদেনের পরিমাণ।

লেনদেন হয়েছে ১৮ কোটি ৮০ লাখ টাকার শেয়ার।

আর গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১১ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার।

লেনদেন বেড়েছে ৬ কোটি ৯২ লাখ টাকা।

সিএসইতে ২১১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে।

এরমধ্যে দাম বেড়েছে ৬২টির, কমেছে ৭০টির ও অপরিবর্তিত রয়েছে ৭৯টির কোম্পানির শেয়ারদর।

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com