নাটোরে একদিনের ব্যবধানে পাইকারি বাজারে কাঁচা মরিচের কেজিতে ১০০ টাকা বৃদ্ধি পেয়েছে।
এ ছাড়া পেঁয়াজের কেজিতে বেড়েছে ৫ টাকা। ঈদের আগে মূল্যবৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করে ক্রেতারা বলেন, প্রশাসনের ব্যর্থতায় সিন্ডিকেটের কারণে মূল্যবৃদ্ধি হচ্ছে।
নাটোর শহরের বৃহত্তম পাইকারি বাজার স্টেশন বাজারে রোববার (২৫ জুন) প্রতি কেজি কাঁচা মরিচ ১৮০ টাকা থেকে ২০০ টাকায় বিক্রি হলেও সোমবার (২৬ জুন) সকালে বিক্রি হয় ২৮০ থেকে ৩০০ টাকায়।
এ ছাড়া ৭০ টাকা কেজির দেশি পেঁয়াজ বিক্রি হয় ৭৫ টাকায়।
ঈদে কাঁচা মরিচ ও পেঁয়াজের চাহিদা থাকায় এর দাম বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। কাঁচা মরিচ কিনতে আসা আবদুর রশিদ জানান, প্রশাসনের ব্যর্থতায় সিন্ডিকেটের কারণে দাম বৃদ্ধি পেয়েছে।
ফলে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে। মাত্র একদিনের ব্যবধানে কেজিতে ১০০ টাকা বৃদ্ধি পাওয়া অস্বাভাবিক বলে জানান তিনি।
সাইদুল ইসলাম আরেক ক্রেতা বলেন, ‘গতকালের চেয়ে আজ পেঁয়াজের কেজিতে ৫ টাকা বৃদ্ধি পেয়েছে।
ঈদে পেঁয়াজের চাহিদা বৃদ্ধি পায়। আর এভাবে দাম বৃদ্ধিতে তাদের দুর্ভোগ পোহাতে হয়।’
আড়তদার আরিফ হোসেন বলেন, ‘দেড় মাসের অনাবৃষ্টিতে নাটোরে কমেছে কাঁচা মরিচের উৎপাদন। বাইরের জেলা থেকে কাঁচা মরিচ আমদানি করায় দাম বৃদ্ধি পেয়েছে।
এ ছাড়া আমদানি করা পেঁয়াজ বাজারে থাকলেও কৃষকরা দেশি পেঁয়াজ সরবরাহ কমিয়ে দেয়ায় একদিনের ব্যবধানে কেজিতে ৫ টাকা বৃদ্ধি পেয়েছে।’
আরও পড়ুন :