বিদেশি বিনিয়োগ না এলেও একাই পরিবেশবান্ধব জ্বালানি গ্রিন হাইড্রোজেন উৎপাদনের উচ্চাভিলাষী প্রকল্পের কাজ এগিয়ে নেবে ভারতের শীর্ষ ব্যবসায়িক গোষ্ঠী আদানি গ্রুপ।
ভারতের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদার মুখে পরিবেশবান্ধব জ্বালানি গ্রিন হাইড্রোজেন উৎপাদনের লক্ষ্য সামনে রেখে উচ্চভিলাষী বিনিয়োগ পরিকল্পনা নিয়েছিল ভারতের শীর্ষ ব্যবসায়িক গোষ্ঠী আদানি গ্রুপ।
গ্রিন হাইড্রোজেন উৎপাদনে বিনিয়োগ করতে আদানি গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আদানি নিউ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২৫ শতাংশ শেয়ারও কিনে নিয়েছিল তারা।
তবে যাত্রার শুরুতেই হোঁচট খায় গৌতম আদানির গ্রিন হাইড্রোজেন প্রকল্প,
যখন তার মালিকানাধীন আদানি গ্রুপের বিরুদ্ধে শেয়ারবাজারে জালিয়াতির গুরুতর অভিযোগ তোলে মার্কিন শর্টসেলার প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ।
এর জেরে গত ফেব্রুয়ারি মাসে আদানি গ্রুপের এই গ্রিন হাইড্রোজেন প্রকল্পে বিনিয়োগ পরিকল্পনা স্থগিত করে টোটাল।
প্রাথমিকভাবে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগে দূষণমুক্ত জ্বালানি উৎপাদনে এই গ্রিন হাইড্রোজেন প্রকল্প হাতে নিয়েছিল আদানি গ্রুপ,
যেখানে থাকবে বায়ু বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত উইন্ড টার্বাইন থেকে শুরু করে সৌর বিদ্যুতের প্যানেল এবং অন্যান্য নবায়নযোগ্য জ্বালানির যন্ত্রাংশ উৎপাদনের ব্যবস্থা।
চলতি দশকের মধ্যেই এই প্রকল্পে ৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছিলেন গৌতম আদানি।
তবে বিনিয়োগ পরিকল্পনা থেকে ফরাসি গ্রুপ টোটাল সরে দাঁড়ানোয় অনিশ্চিত হয়ে পড়ে এই গ্রিন হাইড্রোজেন প্রকল্প।
এ অবস্থায় উদ্বিগ্ন হয়ে পড়েন কোম্পানির স্টেকহোল্ডাররা।
কিন্তু বিদেশি বিনিয়োগ না এলেও আদানি গ্রুপ একাই প্রকল্পটির কাজ চালিয়ে যাবে বলে সম্প্রতি শেয়ারহোল্ডারদের আশ্বস্ত করেছেন কোম্পানির একজন শীর্ষ কর্মকর্তা।
আদানি গ্রুপের ফ্লাগশিপ প্রতিষ্ঠান আদানি এন্টারপ্রাইজ’স লিমিটেডের প্রধান আর্থিক কর্মকর্তা জুগেশিন্দার সিংয়ের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক সংবাদমাধ্যম ব্লুমবার্গ।
কোম্পানির ওয়েবসাইটে শেয়ারহোল্ডারদের উদ্দেশে দেয়া এক বার্তায় তিনি জানান,
এই প্রকল্প আগের গতিতে এগিয়ে নেবে আদানি গ্রুপ।
জানা গেছে,
আদানি গ্রুপ চলতি বছরের মধ্যে তাদের গ্রিন হাইড্রোজেন প্রকল্পে আগামী মার্চের মধ্যে ৩০ কোটি ডলার বিনিয়োগ করবে।
এই বিনিয়োগ উত্তোরোত্তর বাড়তেই থাকবে।
সব মিলিয়ে আদানি গ্রুপ চলতি বছরের মধ্যে ৩৭০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে বলেও জানান জুগেশিন্দার সিং।