পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ইউক্রেন-রাশিয়ার শস্য রফতানি চুক্তি বাতিল কিংবা ভারতের চাল রফতানি নিষেধাজ্ঞায় শঙ্কার কোনো কারণ নেই।
দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত রয়েছে। তা ছাড়া সরকার বৈশ্বিক সংকট সামলে নিচ্ছে।
বুধবার (২৬ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খাদ্য নিয়ে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনে এ কথা বলেন তিনি।
পরিকল্পনামন্ত্রী বলেন, রাশিয়ার শস্যচুক্তি বাতিল কিংবা ভারতের চাল রফতানি নিষেধাজ্ঞায় শঙ্কার কোনো কারণ নেই।
দেশে খাদ্যশস্যের মজুত পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন,
খাদ্য নিয়ে বৈশ্বিক সংকট থাকলেও এ মুহূর্তে বাংলাদেশের কোনো শঙ্কা নেই।
এ সময় আরও উপস্থিত ছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
তিনি বলেন,
খাদ্যপণ্য বিতরণে সতর্কতার পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধিতে জোর দেয়া হচ্ছে।
আপাতত খাদ্যশস্য নিয়ে শঙ্কা না থাকলেও বসে নেই সরকার।
কৃষি উৎপাদন বাড়াতে সরকারের নেয়া কৃষিবান্ধব নানা উদ্যোগের কথা তুলে ধরেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
তারপরও বৈশ্বিক খাদ্য সংকট মোকাবিলায় বিশ্ব সম্প্রদায়কে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
১৭ জুলাই ইউক্রেনের বন্দরগুলো থেকে নিরাপদে শস্য রফতানির চুক্তি থেকে মস্কো সরে এসেছে।
এতে বিশ্বব্যাপী চড়া খাদ্যের দাম আরও বাড়তে পারে।
কারণ,
ইউক্রেন থেকে গম রফতানি বন্ধ হয়ে গেলে বিশ্ববাজারে গমের সরবরাহে ব্যাঘাত ঘটতে পারে।
এই শঙ্কায় শস্যটির দাম ঊর্ধ্বমুখী।
এদিকে অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে চাল রফতানি বন্ধ করেছে বিশ্বের বৃহত্তম চাল রফতানিকারক ভারত।
যার প্রভাব পড়েছে বিশ্ববাজারেও।
আরও পড়ুন :