রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও গত ১২ মাসে রাশিয়া থেকে বিশ্ববাজারে রেকর্ড পরিমাণ শস্য রফতানি হয়েছে বলে জানিয়েছেন দেশটির কৃষিমন্ত্রী দিমিত্রি পাত্রুশেভ।
চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করেছে পশ্চিমা বিশ্ব।
তবে চলমান নানা অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যেই ২০২২ সালের জুলাই থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত রাশিয়া বিশ্ববাজারে রেকর্ড পরিমাণ শস্য সরবরাহ করেছে।
কিন্তু এসব শস্যের সিংহভাগই সরবরাহ করা হয়েছে বন্ধুপ্রতিম দেশগুলোতে।
পাত্রুশেভ জানান, ২০২২-২৩ কৃষিবছরে (জুলাই-জুন) রাশিয়া থেকে রেকর্ড পরিমাণ শস্য বিশ্ববাজারে রফতানি করা হয়েছে।
যার পরিমাণ দাঁড়িয়েছে ৬০ মিলিয়ন টনে।
এর মাধ্যমে রাশিয়ার রফতানি আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
তিনি আরও বলেন, মস্কোর ওপর দেয়া পশ্চিমা নিষেধাজ্ঞাকে সমর্থন করেনি, এমন দেশগুলোতে রফতানি বাড়ানো হয়েছে।
বর্তমানে চীন, তুরস্ক, মিশর, বাংলাদেশ, আলজেরিয়া, পাকিস্তানসহ বেশকিছু দেশে মোট রফতানির প্রায় ৮৭ শতাংশ শস্য রফতানি করা হচ্ছে।
উল্লেখ্য, রাশিয়া গত বছর রেকর্ড পরিমাণ শস্য সংগ্রহ করেছে।
শস্য সংগ্রহ করা হয়েছে ১৫০ মিলিয়ন টনেরও বেশি।
যার মধ্যে গম রয়েছে ১০০ মিলিয়ন টন।
আরও পড়ুন :