নিত্যপণ্যের লাগামহীন বাজারে নাজেহাল পাকিস্তানের জনজীবন।
এবার ঊর্ধ্বমুখী দামের আগুন আরও বাড়াল পেট্রোল ও ডিজেলের নতুন দাম।
প্রতি লিটারে পণ্যদুটির দাম ২০ রুপি পর্যন্ত বাড়িয়েছে দেশটির সরকার।
পাকিস্তানের গণমাধ্যম ডন ও ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে,
জুলাইয়ে পাকিস্তানের মূল্যস্ফীতি সাড়ে ৩ শতাংশ বেড়ে ২৮ শতাংশের ওপরে অবস্থান করছে।
বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতি ভোগাচ্ছে সাধারণ মানুষকে।
দেশটির পরিসংখ্যান ব্যুরোর তথ্য পর্যালোচনা করে দেখা যায়,
এই ক’দিনে পাকিস্তানে তাজা সবজির দাম বেড়েছে প্রায় ৩৮ শতাংশ।
এরমধ্যে শুধু টমেটোর দামই বেড়েছে ৩৩ দশমিক ৪৫ শতাংশ।
এছাড়া আলুর দাম বেড়েছে ৮ দশমিক ১৬ শতাংশ এবং ফলের দাম ১৮ শতাংশ পর্যন্ত বেড়েছে।
এর মধ্যে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে,
মঙ্গলবার (১ আগস্ট) অর্থমন্ত্রী ইসহাক দার পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছেন।
এতে প্রতি লিটার পেট্রোলের দাম দাঁড়িয়েছে ২৭২ দশমিক ৯৫ রুপি ও ডিজেল ২৭৩ দশমিক ৪০ রুপি।
ইসহাক বলেন,
১৫ দিন ধরে বিশ্ববাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম।
তবে সরকার দাম সহনীয় রাখার সর্বাত্মক চেষ্টা করছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে,
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্তানুযায়ী, আবারও পেট্রোল এবং ডিজেলের দাম বাড়িয়েছে পাকিস্তান সরকার।
দেশটির পরিসংখ্যান ব্যুরোর তথ্যানুযায়ী,
জুনে ভোক্তা মূল্যসূচক ছিল ২৯ দশমিক ৪ শতাংশ, যা মে মাসে বেড়ে দাঁড়ায় ৩৮ শতাংশে।
এক ভিডিওবার্তায় অর্থমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন,
পেট্রোল এবং ডিজেলের দাম ৭ দশমিক ৮ শতাংশ বাড়ানো হয়েছে।
মূলত বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ায় দেশেও বাড়ানো হয়েছে।
তিনি আরও বলেন,
প্রতি লিটার পেট্রোলের দাম ১৯ দশমিক ৯৫ রুপি বাড়িয়ে ২৭২ দশমিক ৯৫ রুপি নির্ধারণ করা হয়েছে।
আর ডিজেলের দাম ১৯ দশমিক ৯০ রুপি বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২৭৩ দশমিক ৪০ রুপি।
অর্থমন্ত্রী জানান,
আইএফএফের সঙ্গে চুক্তি অনুযায়ী জ্বালানির দাম বেড়েছে।
আইএফএফের শর্তের সঙ্গে পাকিস্তান সম্মত হওয়ায় সরকার পেট্রোল ও ডিজেলের ওপর পেট্রোলিয়াম ডেভেলপমেন্ট লেভি চাপাতে বাধ্য হচ্ছে।
উল্লেখ্য,
আট মাস ধরে দীর্ঘ আলোচনার পর গত ৩০ জুন আইএমএফের সঙ্গে পাকিস্তান সরকারের তিন বিলিয়ন ঋণচুক্তি চূড়ান্ত হয়।
এই চুক্তির অংশ হিসেবে বেশ কিছু শর্ত চাপানো হয় পাকিস্তানের ওপর।
সেসব শর্ত পূরণের জন্যই এই মূল্যবৃদ্ধি, বলছেন সংশ্লিষ্টরা।