বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, প্রাণিসম্পদ মন্ত্রণালয় চাইলে আমদানিসহ ডিমের বাজার নিয়ন্ত্রণে তার মন্ত্রণালয় কাজ করবে।
তবে এজন্য সবার আগে ঠিক করে দিতে হবে কত হওয়া উচিত ডিমের বাজার মূল্য।
রোববার (১৩ আগস্ট) সকালে উত্তর সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডে আগস্ট মাসের টিসিবির সাশ্রয়ীমূল্যে বিক্রি কার্যক্রম উদ্বোধনকালে একথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রীর সাফ কথা, দাম নির্ধারণ করে দিয়ে প্রাণিসম্পদ মন্ত্রণালয় চাইলে অস্থির পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবে তার মন্ত্রণালয়।
এমনকি তারা সুপারিশ করলে নেয়া হবে আমদানির উদ্যোগও।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি পরিষ্কারভাবে জানিয়ে দেন,
ডিমের যৌক্তিক বাজার মূল্য কতো হওয়া উচিত, তা কখনই জানায় না প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
সপ্তাহখানেক ধরে অস্থির ডিমের বাজার।
এতে ক্রেতাদের নাভিশ্বাস উঠার অবস্থা!
এদিকে, আগস্ট মাসের দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমে সয়াবিন তেল,
মসুর ডাল ও চাল থাকলেও থাকছে না চিনি।
এতদিন টিসিবির বিক্রি কার্যক্রমে উপকারভোগীরা ৭০ টাকা দরে ১ কেজি চিনিও কিনতে পারতেন।
এ বিষয়ে টিপু মুনশি জানান,
সরবরাহ সংকটে পড়ায় টিসিবির ফ্যামিলি কার্ডের বিপরীতে চিনি বিক্রি বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে, শনিবার (১২ আগস্ট) টিসিবির বিক্রি কার্যক্রমে চিনি না থাকার কারণ হিসেবে সংস্থাটির মুখপাত্র হুমায়ূন কবীর সময় সংবাদকে বলেছিলেন,
‘দেশের বাইরে থেকে যে চিনি আসার কথা সেটি এখনও আসেনি।
যদি এটি আগামী মাসে আসে, তাহলে আগামী মাসের বিক্রি কার্যক্রমে তা যুক্ত করা হবে।
না হলে তার পরের মাসে দেয়া হবে।
চিনি না আসা পর্যন্ত নিশ্চিতভাবে বলতে পারছি না।
চিনি এলে বিক্রি কার্যক্রমে এটি যুক্ত করা হবে।
রোববার থেকে ঢাকা মহানগরসহ সারা দেশে শোকাবহ আগস্ট মাসের টিসিবির বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।
বৈরী আবহাওয়া উপেক্ষা করেই সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য কিনতে হাজির হয়েছেন ফ্যামিলি কার্ডধারীরা।
এ বিক্রি উদ্বোধন উপলক্ষে ৭০ টাকা দরে ১ কেজি চিনি দেয়ার কথা থাকলেও চলতি মাসে আনুষ্ঠানিকভাবে এ পণ্যটির বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে টিসিবি।
যদিও ভোক্তারা জানালেন, কয়েক মাস ধরেই এ পণ্যটি পাচ্ছেন না তারা।
আগস্ট মাসের বিক্রি কার্যক্রমে সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল বা রাইসব্র্যান তেল,
২ কেজি মসুর ডাল ও ৫ কেজি চাল কিনতে পারবেন উপকারভোগীরা।
এক্ষেত্রে প্রতি লিটার সয়াবিন তেল বা রাইসব্র্যান তেলের দাম পড়বে ১০০ টাকা,
প্রতি কেজি মসুর ডালের দাম ৬০ টাকা এবং প্রতি কেজি চালের দাম পড়বে ৩০ টাকা।