এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড এবার নিয়ে এলো বাংলাদেশের প্রথম মাইক্রোনিউট্রিয়েন্ট ফর্টিফাইড ও টেস্টি এসএমসি বিস্কুট।
মজাদার স্বাদের সাথে এতে আছে ৭টি ভিটামিন ও মিনারেল (ভিটামিন এ, সি, ডি, ই, ফলিক এসিড, ক্যালসিয়াম, জিঙ্ক) যা পরিবারের সকল সদস্যদের দেবে একইসাথে স্বাদ ও পুষ্টির নিশ্চয়তা।
কোনো প্রকার কৃত্রিম রঙ এবং প্রিজারভেটিভবিহীন এসএমসি বিস্কুট সব বয়সী মানুষের জন্যই স্বাস্থ্যসম্মত।
বর্তমান বাজারে কোনো ফর্টিফাইড ও টেস্টি বিস্কুট না থাকায় এসএমসি বিস্কুট নিঃসন্দেহে একটি নতুন মাত্রা যোগ করবে।
গত ১৯ জুলাই রাজধানী ঢাকাতে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের হেড অফিস এসএমসি টাওয়ারে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এসএমসি বিস্কুটের বাজারজাতকরণ শুরুর ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমসি এন্টারপ্রাইজের লিমিটেডের সম্মানিত বোর্ড অফ ডিরেক্টরস, এমডি ও সিইও-এসএমসি,
ডিএমডি-অপারেশনস, ডিএমডি-কমার্শিয়াল, জিএম-মার্কেটিং, জিএম-সেলস এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।
পরিবার পরিকল্পনা, নারী ও শিশু স্বাস্থ্য এবং পুষ্টিখাতে দেশের মানুষের উন্নয়নের সামগ্রিক লক্ষ্য নিয়ে এসএমসি স্বাধীনতা পরবর্তী সময় থেকে কাজ করে আসছে।
বিগত ৪৯ বছর ধরে এসএমসি জীবন রক্ষাকারী স্যালাইন হিসেবে ওরস্যালাইন-এন, সকল ধরনের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিসমূহ,
নারীর মেনস্ট্রুয়াল স্বাস্থ্য সুরক্ষায় জয়া স্যানিটারি ন্যাপকিন, ফর্টিফাইড পাউডার ড্রিঙ্ক টেস্ট মি, গ্লুকোজ পাউডার ড্রিঙ্ক বোল্ট,
দেশের প্রথম ইলেক্ট্রোলাইট ড্রিঙ্ক এসএমসি প্লাসসহ বিভিন্ন উন্নত মানের উদ্ভাবনী পণ্য বাজারজাত করে আসছে।
এরই ধারাবাহিকতায় এসএমসি এবার নিয়ে এলো বাংলাদেশের প্রথম মাইক্রোনিউট্রিয়েন্ট ফর্টিফাইড ও টেস্টি এসএমসি বিস্কুট।
আরও পড়ুন :