আগামী এক মাসের জন্য ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করা হবে আজ (বুধবার, ২ আগস্ট)।
কমিশনের কারওয়ান বাজারস্থ কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেয়া হবে।
বুধবার (২ আগষ্ট) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের পরিচালক (বিদ্যুৎ) মো. রেজাউল করিম খাঁন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, প্রতি মাসেই এ নতুন দাম সম্বনয় করা হয়। প্রতি মাসের প্রথম সপ্তাহে এ দাম নির্ধারণ করা হয়।
এর আগে মঙ্গলবার (১ আগস্ট) বাংলাদেশ এনার্জি অ্যান্ড রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে চলতি মাসের জন্য ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ বুধবার দুপুর ২টায় ঘোষণা করা হবে।
একইসাথে আগস্ট মাসের ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্যহার সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইট www.berc.org.bd এ আপলোড করা হবে।
আরও পড়ুন :