বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সদ্য সাবেক সভাপতি জসিম উদ্দিন বলেচেন, ‘ব্যাংক ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ দেয় না। যাদের ঋণ দেয় তারা বড় ব্যবসায়ী।
ব্যাংকের কাজ হয়ে দাঁড়িয়েছে তেলা মাথায় তেল দেয়া।
সোমবার (১৪ আগস্ট) এফবিসিসিআই অডিটোরিয়ামে নতুন পরিচালনা পর্ষদের কাছে দায়িত্বভার অর্পণ অনুষ্ঠানে বিদায়ী বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জসিম উদ্দিন বলেন, যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদের ঋণ পেতে নানা ধরনের ঝক্কি-ঝামেলা পোহাতে হয়।
অথচ বড় ব্যবসায়ীরা চাইলে বড় অঙ্কের ঋণ নিতে পারেন।
ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণের সুদহার নিয়ে জসিম উদ্দিন বলেন,
‘সুদহার ৯ শতাংশ থেকে শুরু হলেও পরে তা বেড়ে গিয়ে ১২-১৩ শতাংশে গিয়ে দাঁড়ায়।
ব্যবসায়িক সংগঠন হিসেবে এফবিসিসিআইকে এদিকে খেয়াল রাখতে হবে।
নিজের দায়িত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘২৭ মাস দায়িত্ব পালন করেছে আমাদের পর্ষদ।
আমাদের মূল লক্ষ্য ছিল দেশের ব্যবসার প্রসার ঘটানো।
এ লক্ষ্যে বাংলাদেশে বিজনেস সামিটের মতো এত বড় আয়োজন হয়েছে।
এর আগে দায়িত্বভার অর্পণের আগে বিদায়ী বক্তৃতায় জসিম উদ্দিন বলেন,
আর এই খাতের অভিভাবক এফবিসিসিআই। বাংলাদেশের অর্থনীতি কয়েক দশক আগেও ছিল ৯০ বিলিয়নের মতো।
এখন তা বেড়ে হয়েছে সাড়ে ৪০০ বিলিয়ন। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।
বাংলাদেশের অর্থনীতিতে এফবিসিসিআইয়ের ভূমিকা অনেক উল্লেখ করে জসিম উদ্দিন বলেন,
বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিতে এফবিসিসিআই কাজ করছে।
দেশের অর্থনীতিকে আরও সচল ও মজবুত করতে নতুন পর্ষদ একযোগে কাজ করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
আর দায়িত্ব গ্রহণের পর এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন,
‘যারাই এফবিসিসিআইয়ের সভাপতি হয়েছেন, তারাই কিছু না কিছু করে একটা পদচিহ্ন রেখে গেছেন।
নতুন পর্ষদের মূল লক্ষ্য পর্ষদের সবাইকে নিয়ে ব্যবসায়ীদের কল্যাণে কাজ করা।
দেশের সব ব্যবসায়ীকে এক ছাতার নিচে নিয়ে আসাই হবে আমাদের প্রধান চ্যালেঞ্জ।
মাহাবুব আরও বলেন, ‘এফবিসিসিআইকে বিকেন্দ্রীকরণ করা হবে।
বিভিন্ন এলাকায় অফিস খুলে ব্যবসায়ীদের স্বার্থে কাজ করবে এই সংগঠন।
এরই মধ্যে গুলশানে অফিস খোলা হয়েছে। আমাদের পরবর্তী টার্গেট পুরান ঢাকা।
এ ছাড়া প্রতিটি বিভাগে আঞ্চলিক পর্যায়ে বিজনেস সামিট করা হবে এবং ২০২৪ সালে আরও বড় পরিসরে আন্তর্জাতিক বিনিয়োগ আনতে বড় পরিসরে সামিটের আয়োজন করা হবে বলে জানিয়েছেন এফবিআইয়ের নবনির্বাচিত সভাপতি।
এর আগে চলতি মাসের ২ আগস্ট নবনির্বাচিত পরিচালনা পর্ষদের ভোটে এফবিসিসিআইয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মাহবুবুল আলম এবং সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ পাঠ্যপুস্তক মুদ্রক ও বিপণন সমিতি ও এফবিসিসিআইয়ের বর্তমান সহসভাপতি মো. আমিন হেলালী।