ভারতের রাজধানী দিল্লিতে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স ।
আগামী জুলাই মাসের শেষের দিকে সংস্থাটি দ্বাদশ আন্তর্জাতিক গন্তব্য হিসেবে দিল্লি রুটে প্রাথমিকভাবে সপ্তাহে চারদিন ফ্লাইট পরিচালনা করবে।
সে অনুযায়ী দিল্লিতে প্রতি সোম, মঙ্গল, বুধ ও শুক্রবার ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়েছে ইউএস-বাংলা।
ইউএস-বাংলা এয়ারলাইন্স বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা শুরু হবে।
বর্তমানে ভারতের চেন্নাই ও কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স ।
ইউএস-বাংলার বহরে মোট ১৯টি এয়ারক্রাফট রয়েছে, এর মধ্যে ৮টি বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট।
আগামী আগস্ট মাসের মধ্যে ইউএস-বাংলার বহরে প্রথমবারের মতো দুটি এয়ারবাস ৩৩০ যোগ হতে যাচ্ছে।
যা দিয়ে চলতি বছর ঢাকা থেকে জেদ্দা রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে সংস্থাটির।
আরও পড়ুন :