আন্তর্জাতিক বাজারে আরও দর হারিয়েছে চিনি। শুক্রবার (৪ আগস্ট) ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) খাদ্যপণ্যটির দাম আরেক দফা হ্রাস পেয়েছে।
গত আড়াই সপ্তাহের মধ্যে যা সর্বনিম্ন। এ নিয়ে টানা ২ সপ্তাহ চিনির মূল্য হ্রাস পেলো।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, এদিন আইসিই’তে আগামী অক্টোবরের অপরিশোধিত চিনির সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে ১ দশমিক ৩ শতাংশ। প্রতি পাউন্ডের দাম স্থির হয়েছে ২৩ দশমিক ৭১ সেন্টে।
এর আগে চিনির দর কমে দাঁড়ায় ২৩ দশমিক ৬৫ পাউন্ডে। গত মধ্য জুলাইয়ের পর যা সবচেয়ে কম।
একই কর্মদিবসে আসছে অক্টোবরের সাদা চিনির দাম কমেছে ১ দশমিক ২ শতাংশ। প্রতি মেট্রিক টনের মূল্য নিষ্পত্তি হয়েছে ৬৯০ ডলার ৯০ সেন্টে।
বিক্রেতারা উল্লেখ করেছেন, বিশ্ববাজারে অপরিশোধিত চিনির সরবরাহ সম্পর্কে নতুন করে কম খবর পাওয়া গেছে।
এতে ভোগ্যপণ্যটিতে ২৪ সেন্ট মুনাফা করার চেষ্টা করছেন ব্যবসায়ীরা।
তারা বলছেন, অপেক্ষাকৃত সাদা চিনির দাম বেশি রয়েছে।
প্রক্রিয়াকরণের জন্য যা আরও অপরিশোধিত চিনি কিনতে উৎসাহিত করবে পরিশোধকদের।
মূলত ব্যবসায়ীদের এ দ্বিমুখী অবস্থান চিনির দামে বিরূপ প্রভাব ফেলেছে।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে,
গত জুলাইয়ে চিনির বৈশ্বিক দর ৪ শতাংশ হ্রাস পেয়েছে। এ নিয়ে টানা ২ মাস খাদ্যপণ্যটির দাম কমলো।
বিশ্বের দুই শীর্ষ উৎপাদক ব্রাজিল ও ভারত থেকে বিশ্ববাজারে সরবরাহ বৃদ্ধির সম্ভাবনা জেগেছে। ফলে ভোগ্যপণ্যটির দরপতন ঘটেছে।
আরও পড়ুন :