বর্ষায় মূত্রনালির সংক্রমণের ঝুঁকি দ্বিগুণ হয়।
এই ধরনের সংক্রমণ থেকে নিজেকে দূরে রাখতে কয়েকটি নিয়ম মেনে চলা জরুরি।
খোঁজ নিলে জানা যাবে, আত্মীয়-পরিজন, প্রতিবেশী, নারী সহকর্মীদের অনেকেই ‘ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন’ (ইউটিআই) অর্থাৎ
মূত্রনালির সংক্রমণে ভুগছেন। অসাবধানতা এবং অসচেতনতার কারণেই মূলত এমন হয়।
বিশেষ করে বর্ষায় মূত্রনালির সংক্রমণের ঝুঁকি দ্বিগুণ হয়।
নিজেকে সুরক্ষিত রাখতে কী করবেন?
১) বেশি করে পানি পান করতে হবে। শরীরে আর্দ্রতা কমে গেলে শুধু ইউটিআই নয়, আরও অনেক সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়।
বেশি করে পানি পান করলে এই আশঙ্কা অনেক কম থাকে। তাই সারাদিনে অন্তত ৭-৮ গ্লাস পানি পান করতে হবে।
২) অফিসে, শপিং মলে শৌচালয় ব্যবহার করার আগে ভাল করে কমোড ধুয়ে নেয়া জরুরি।
বাজারে অনেক জীবাণুনাশক স্প্রে পাওয়া যায়। সেগুলো ব্যবহার করতে পারেন।
৩) সিন্থেটিক কাপড়ের আঁটসাঁট অন্তর্বাস না ব্যবহার করাই ভাল।
সুতির অন্তর্বাস ব্যবহার করা জরুরি। সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন অন্তর্বাস পরা উচিত।
কী করবেন না?
১) প্রস্রাব চেপে রাখবেন না। অনেকক্ষণ ধরে প্রস্রাব চেপে রাখলে মূত্রথলিতে বাড়তি চাপ পড়ে।
এই চাপের কারণে ব্যাকটেরিয়ার সংক্রমণের ঝুঁকিও বাড়তে থাকে। তাই প্রস্রাবের বেগ এলে তা চেপে রাখবেন না।
২) ব্যক্তিগত পরিচ্ছন্নতার জন্য এমন কোনও প্রসাধন ব্যবহার করবেন না, যাতে ক্ষারের পরিমাণ অনেক বেশি।
ক্ষারকীয় কোনও প্রসাধন সামগ্রী থেকে ইউটিআই ছাড়াও অনেক সংক্রমণের ঝুঁকি থাকে।
৩) ইউটিআই-এর সমস্যা থেকে মুক্তি পেতে অনেক সময় অ্যান্টিবায়োটিক খাওয়া হয়।
কিন্তু বেশি অ্যান্টিবায়োটিক খেলে আবার অন্য অনেক শারীরিক সমস্যার ঝুঁকি বেড়ে যায়।
সুতরাং, এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি।
আরও পড়ুন :