1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
আগের সব রেকর্ড ভেঙে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬৫৩ জন
বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ন

আগের সব রেকর্ড ভেঙে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬৫৩ জন

নবান্ন
  • আপডেট সময় : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ১২৩ বার পঠিত
ডেঙ্গুতে

সারা দেশে গত ২৪ ঘণ্টায় আগের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ ২৬৫৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ছাড়া ডেঙ্গুতে মারা গেছেন আরও ১৪ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ২১৫ জনের মৃত্যু হলো।

বুধবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,

মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে।

মারা যাওয়া রোগীদের মধ্যে ১০ জন ঢাকার। আর ঢাকার বাইরে রয়েছেন ৪ জন।

একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে রেকর্ড ২ হাজার ৬৫৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩২৭ জন।

আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩২৬ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৮১৮৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪৭৬০ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩৪২৯ জন রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৪০৩৪১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।

এরমধ্যে ঢাকায় ২৩৬৭৬ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১৬৬৬৫ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১৯৩৭ জন।

এর মধ্যে ঢাকায় ১৮৭৪৪ জন এবং ঢাকার বাইরে ১৩১৯৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

মৃত্যুর জন্য বিগত বছরের তুলনায় এবার ডেঙ্গুর হেমোরেজিক ফিবার ও শক সিনড্রোমকে দায়ী করে রোগী ও স্বজনদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মেডিসিন বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ।

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com