শাকিব খান অভিনীত সিনেমা ‘ প্রিয়তমা’ এখন জনপ্রিয়তা এবং আলোচনার তুঙ্গে।
এই পালে হাওয়া লাগিয়েছেন অপু বিশ্বাস।
সামাজিক যোগাযোগমাধ্যমসহ টেলিভিশনের পর্দায় শাকিব খানকে প্রশংসায় ভাসিয়েছেন স্ত্রী অপু।
নিজের সন্তান আব্রাহাম খান জয়কেও দীক্ষা দিতে ভোলেননি বাবা শাকিব খানের মন্ত্রে।
সব আলোচনা সমালোচনা এক পাশে রেখে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে এবার ভাইরাল ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের ছেলে আব্রাহাম খান জয়।
প্রিয়তমা’ ছবির ‘ও প্রিয়তমা’ গানে ঠোঁট মিলিয়েছে শাকিবের সাত বছর বয়সী সন্তান।
বাবার গানে ছেলের এমন পারফরম্যান্সকে বেশ ভালভাবে নিয়েছেন নেটিজেনরা।
প্রশংসায় ভাসিয়েছেন আব্রাহাম খান জয়কে।
অনেকে আবার আগামী দিনের সুপারস্টার হিসেবেও আখ্যা দিয়েছেন তাকে।
সিনেমা জগতে শাকিবের মতোই উজ্জ্বল নক্ষত্রের আভাস মিলছে বলেও মন্তব্য করেন শাকিব ভক্তরা।
গানের ভিডিওটি নজরে এসেছে চিত্রনায়ক বাবা শাকিব খানেরও।
তিনি বলেন,
“ও প্রিয়তমা’ গানটি মুক্তির পর থেকেই কিন্তু আলোচনায়।
এরই মধ্যে গানটি সবার হৃদয় ছুঁয়েছে।
গানটি অল্প সময়ে বেশ কয়েকটি রেকর্ডও করেছে।
এর মধ্যেই গানটিতে জয়ের ঠোঁট মেলানোটা ভীষণ মজার ছিল।
প্রিয়তমা’ ছবিতে ‘ও প্রিয়তমা’ গানে পর্দায় ঠোঁট মিলিয়েছেন শাকিব খান ও ইধিকা পাল।
কলকাতার আকাশ সেনের সুরে গানটি গেয়েছেন বালাম ও কোনাল।
আরও পড়ুন :