ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমণির বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়েছে।
নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৮ আগস্ট।
রোববার (৯ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম নতুন তারিখ নির্ধারণ করেন।
এদিন এ মামলায় সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা ছিল।
পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী বিচারিক আদালতকে জানান,
মামলার কার্যক্রমে উচ্চ আদালতের স্থগিতাদেশ রয়েছে।
প্রসঙ্গত, গত ৯ জানুয়ারি পরীমণির মাদক মামলার কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করেন আপিল বিভাগ।
এর আগে, গেল বছর ২ জুন পরীমণিকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন আদালত।
এর আগে ৫ জানুয়ারি পরীমণিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।
৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল পরীমণিসহ তিন জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
আরও পড়ুন :