দক্ষিণী সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও বলিউডে আমির খানের বিপরীতে ‘গজনী’ সিনেমায় অভিনয় করে দেশ বিদেশে বেশ জনপ্রিয়তা অর্জন করেন অসিন ।
তবে জনপ্রিয়তার শীর্ষে থাকার সময়ই হঠাৎ বিয়ে করেন মাইক্রোম্যাক্সের মালিক রাহুল শর্মাকে।
সম্প্রতি তাদের বিবাহিত জীবনে বিচ্ছেদের গুঞ্জন উঠেছে।
বিচ্ছেদের এ গুঞ্জন উঠে নায়িকা অসিনের কারণেই। সম্প্রতি তিনি তার ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে তার সব ছবি ডিলেট করে দিয়েছেন।
আর সোশ্যাল মিডিয়ায় এমন আচরণেই বলিপাড়ায় তাদের বিচ্ছেদের ডালপালা ছড়িয়ে পড়ে।
এ বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ার ঠিক পরই আজ বুধবার ( ২৮ জুন) নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে একটি স্ট্যাটাস শেয়ার করেছেন অভিনেত্রী।
স্ট্যাটাসে অসিন তার লেখায় স্পষ্ট করে দিয়েছেন, স্বামী রাহুলে সঙ্গে গ্রীষ্মকালীন অবকাশে আছেন তিনি।
আর এরই মধ্যে ভিত্তিহীন তার বিচ্ছেদের নিউজ শুনছেন। আর তাই বিষয়টি ক্লিয়ার করতে এ পোস্ট দিলেন অভিনেত্রী।
নিজের বিবাহিত জীবনে কোন সমস্যা নেই, পোস্টের মাধ্যমে সবাইকে তা জানিয়ে কিছু লিখতে ৫ মিনিট সময় ব্যয় হওয়ায় হতাশও হয়েছেন অসিন।
তবে সে হতাশার মধ্যেও সবার প্রতিটি দিন শুভ হোক সে শুভ কামনাও জানিয়েছেন তিনি।
সঙ্গে তিনি এও জানিয়েছেন, প্রায়ই তিনি তার অনেক পোস্টই ইনস্টাগ্রাম থেকে ডিলেট করে দেন।
এ নিয়ে ভিত্তিহীন খবর তৈরির কিছু নেই।
উল্লেখ্য, তামিল, তেলুগু, মালায়লাম সহ বিভিন্ন ভাষায় অভিনয়ের পর ২০০৮ সালে বলিউডে পা রাখেন অসিন।
এরপর ২০১৬ সালে ভারতের প্রথম শ্রেণির শিল্পপতি রাহুলকে বিয়ে করেন তিনি।
তাদের সংসারে একটি কন্যা সন্তান রয়েছে। স্বামী, সংসার আর সন্তান নিয়েই এখন ব্যস্ত সময় পার করছেন এ বলি অভিনেত্রী।
আরও পড়ুন :