ব্যথা ভরা হৃদয় নিয়ে এক আবেগঘন পোস্ট দিলেন ঢালিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পরীমনি।
যে পোস্ট দেখে কেঁদে উঠেছে নেটিজেনদের মন।
রোববার ( ১৬ জুলাই) রাত ১ টায় পরী তার ভক্তদের সঙ্গে শেয়ার করেন একটি ছবি।
ওই ছবি দেখেই কেঁপে ওঠে পরীর ভক্ত আর শুভাকাঙ্খীদের হৃদয়।
হৃদয় কাঁপানো সে ছবিতে দেখা যাচ্ছে,
পরীর একমাত্র ছেলে রাজ্যর ছোট কোমল হাত পুরোটাই ঢেকে গেছে ক্যানলার ব্যান্ডেজে।
ফেসবুকে পরীর দেয়া নিয়মিত পোস্ট স্ক্রল করে জানা যায়, বেশ কয়েকদিন ধরেই ছোট্ট রাজ্যকে ভোগাচ্ছে সিজনাল জ্বর।
এরজন্য মা পরী এখন প্রায়ই দৌঁড়াচ্ছেন হাসপাতালে।
চিকিৎসক রক্ত পরীক্ষার পরামর্শ দিলে রাজ্যকে প্রথমবার ক্যানলা করা হয় প্রথম ব্লাড টেস্টের জন্যে।
ক্যানলার সময় পরী একা নিজের আবেগকে তো সামলিয়েছেন ঠিকই কিন্তু চোখের সামনে ছেলের এমন কষ্ট কিছুতেই সহ্য করতে পারছেন না।
একা এক মায়ের যন্ত্রণা তাই পরী শেয়ার করেছেন তার ভক্ত ও শুভাকাঙ্খীদের সঙ্গে।
ক্যানল করা ছেলের হাতের ছবিতে জুড়ে দিয়েছেন একটি হৃদয় ভাঙার ইমোজি।
পোস্ট করা এ ছবির সঙ্গে ক্যাপশনে পরী লেখেন, It hurts …।
পরীর এ পোস্টের পরই নেটিজেনদের মন ভালো নেই।
তাদের সবারই প্রার্থনা, ছোট্ট রাজ্য খুব দ্রুত সুস্থ হয়ে উঠুক।
আরও পড়ুন :