রটেছিল পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ব্যক্তিগত জীবনে উঠেছে ঝড়।
স্ত্রী রফিয়াৎ রশিদ মিথিলার সঙ্গে নাকি সম্পর্ক একেবারেই তলানিতে পৌঁছেছে।
এও রটে পরকীয়ায় জড়িয়েছেন সৃজিত। রটে বিচ্ছেদের গুঞ্জনও।
কিন্তু উৎসবেই মিলে গেল দুই মন। ঈদের আনন্দে মিটে গেল দূরত্ব।
এই ঈদ একসঙ্গেই পালন করলেন মিথিলা ও সৃজিত। সেই সঙ্গে গাঢ় হয়েছে প্রেম।
বেড়েছে ভালোবাসা। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের স্টোরিতে শেয়ার করলেন সৃজিত।
তবে এসবকিছুর মধ্যেও বন্ধ নেই নিন্দুকের সমালোচনা।
মেয়ে আইরা ও স্ত্রী মিথিলাকে নিয়ে হাসি হাসি মুখে পরিচালকের পোজ দেখে তাদের মত, ‘যা রটে তার কিছুটা তো মত্য বটে।
ঘটনা যাই হোক, আপাতত সৃজিত ভালো আছেন। হার্টে ব্লক পাওয়া যায়নি তার। সদ্য শেষ করেছেন ব্যোমকেশের শুট।
আরও পড়ুন :