1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. admin@hostitbd.xyz : hostitbd :
  3. mamunij55@gmail.com : Muna :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
অ্যাঞ্জেলসের প্রজেক্টের শুটিংয়ে গুরুতর আহত শাহরুখ — Nobanno TV
রবিবার, ২৩ জুন ২০২৪, ০৮:৩৬ অপরাহ্ন

অ্যাঞ্জেলসের প্রজেক্টের শুটিংয়ে গুরুতর আহত শাহরুখ

নবান্ন
  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ৫৭ বার পঠিত
শাহরুখ

বলিউড বাদশাহ শাহরুখ খান। যিনি বিশ্বজুড়ে রাজ করেন কোটি ভক্তের হৃদয়ে।

বর্তমানে তার ব্যবসাসফল সিনেমা দিয়ে নবম আসমানে ভাসছেন তিনি।

তবে এর মধ্যেই এলো খারাপ খবর। গুরুতর আহত হয়েছেন শাহরুখ খান।

ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা যায়,

শাহরুখ লস অ্যাঞ্জেলসে একটি প্রজেক্টের জন্য শুটিং করছিলেন এবং তিনি সেই সময় নাকে চোট পান।

তার রক্তক্ষরণ শুরু হয় এবং সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আমেরিকার লস অ্যাঞ্জেলসে শুটিংয়ে ছিলেন শাহরুখ খান।

সেখানে দুর্ঘটনার শিকার হন ‘পাঠান’ খ্যাত এই সুপারস্টার।

মঙ্গলবার দুপুরে এ দুঃসংবাদটি গণমাধ্যমে আসে।

সূত্রটি আরও জানায়, তার টিমকে চিকিৎসকরা জানিয়েছিলেন, উদ্বেগের কিছু নেই তবে রক্তপাত বন্ধ করার জন্য একটি ছোট অস্ত্রোপচার করতে হবে।

অপারেশনের পর শাহরুখ খানকে নাকে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা গেছে।

এখন তিনি দেশে ফিরে এসেছেন এবং অনেকটাই সুস্থ আছেন।

প্রায় ৩১ বছরের দীর্ঘ কেরিয়ারে একাধিকবার চোট পেয়েছেন শাহরুখ।

২০১৭ সালেও তাকে একটি ছোট অপারেশনের মধ্যে দিয়ে যেতে হয়।

‘রাইস’ শুটিংয়ের সময় হাঁটুতে চোট পেয়ে অস্ত্রোপচার করতে হয়েছিল।

এরআগে ২০১৩ সালে ‘চেন্নাই এক্সপ্রেস’র শুটিং শেষ হওয়ার পর কিং খান করিয়েছিলেন তার অষ্টম অপারেশন।

২০০৯ সালে বাম কাঁধের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার জন্যও শাহরুখকে অপারেশন করতে হয়েছিল।

সম্প্রতি দীর্ঘ চার বছর পর ‘পাঠান’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফেরেন শাহরুখ।

ভরপুর অ্যাকশনে মন দিয়েছেন তিনি। সামনে মুক্তি পেতে চলেছে তার প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘জওয়ান’র কাজ।

সেখানেও পুরো অ্যাকশন মুডে দেখা যাবে এই অভিনেতাকে।

সিনেমাটির কোনো দৃশ্যের শুটিং করতেই যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন কি না তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com