ঈদুল আজহায় মুক্তি পেয়েছে অপু বিশ্বাস প্রযোজিত ‘লাল শাড়ি’ সিনেমা।
এবারই প্রথম প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেছেন তিনি।
অন্যদিকে শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমাও এবারের ঈদে মুক্তি পেয়েছে।
শাকিব খান ও অপু বিশ্বাসের দাম্পত্য জীবন নিয়ে সবারই জানা।
এই দম্পতির ঘরে এক ছেলে সন্তানও আছে।
তবে তাদের সেই সংসার বেশিদিন স্থায়ী হয়নি।
মাঝে ঢাকাই সিনেমার আরেক নায়িকা বুবলীকে বিয়ে করেন শাকিব খান।
অবশ্য এরই মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায় শাকিব ও অপুর।
এ নিয়ে কম জল ঘোলা হয়নি।
বুবলীর সঙ্গেও শাকিব খানের চলছে পারিবারিক কলহ।
এরই মাঝে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে আবারও এক হতে পারেন শাকিব খান ও অপু বিশ্বাস।
যদিও এই গুঞ্জনের বিষয়ে শাকিব বা অপু বিশ্বাস কেউই স্পষ্ট করে কিছু বলেননি।
এদিকে কিছুদিন আগে নিজের ভেরিফায়েড ফেসবুকে অপু বিশ্বাস লিখেছিলেন,
‘আমার প্রত্যেকটা সাফল্যের পেছনে মা-বাবার পরে তোমার (শাকিব খান) অবদান।
এ নিয়ে সম্প্রতি একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন,
এটা সত্যি। আমি সত্যি কথা লিখেছি। সে জন্য তা নিজের ফেসবুকে লিখেছি।
নায়িকা বলেন, সিনেমায় সবচেয়ে বেশি জুটি হয়েছি শাকিব খানের সঙ্গে।
অনেক সুপারহিট সিনেমা আছে আমাদের।
এ ছাড়া সেসব সিনেমা দর্শকরা অনেক পছন্দ করেন।
প্রসঙ্গত, ঈদে মুক্তি পেয়েছে অপু বিশ্বাস প্রযোজিত ‘লাল শাড়ি’ সিনেমা।
যা বেশ সাড়া ফেলেছে দর্শকমনে।
সরকারি অনুদানে বানানো হয়েছে ‘লাল শাড়ি’ সিনেমাটি।
তবে এতে অর্থ সংকট পড়লে ঢালিউড কিং শাকিব খান সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
তার সাপোর্ট দিয়েই সিনেমার কাজ শেষ করেছেন ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় নায়িকা অপু বিশ্বাস।
আরও পড়ুন :