1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
কোভিডের সঙ্গে যেমন মাস্ক এলো আবার আবার কোভিডের সঙ্গেই যেন কমেও গেলো
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ন

কোভিডের সঙ্গে যেমন মাস্ক এলো আবার আবার কোভিডের সঙ্গেই যেন কমেও গেলো

নবান্ন
  • আপডেট সময় : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ১০৬ বার পঠিত
মাস্ক

কোভিডের সঙ্গেই যেন মাস্ক এলো আবার কোভিডের ভয়াবহতা কমে যাওয়ার সঙ্গে এর ব্যবহারও কমে গেলো।

আসলে মাস্ক শুধু মহামারী থেকে রক্ষা পেতে নয় আমাদের দেশের মত বায়ু দূষণে বরাবর এগিয়ে থাকা দেশে নিয়মিত ব্যবহার করা উচিত।

নিয়মিত মাস্ক ব্যবহারের কারণ মূলত দুইটি। নিজেকে নানা রোগ জীবাণু থেকে রক্ষা করা এবং অপরকে সংক্রমিত না করা।

বাইরের ধুলাবালি থেকে শ্বাস- প্রশ্বাস জনিত নানা ক্ষুদ্র থেকে জটিল রোগের সৃষ্টি হয়।

যেমন- ডাস্ট এলার্জি, হাঁপানি, ফুসফুসের সংক্রমণ ইত্যাদি।

মাস্ক ব্যবহার করলে বাতাসে থাকা ক্ষতিকর পদার্থ নিশ্বাসের সঙ্গে আমাদের ফুসফুসে যেতে পারে না।

ফলে এসব রোগ থেকে আমরা রক্ষা পাই।

যখন কেউ কাশি, হাঁচি দেয় তখন তার ভেতরে উপস্থিত জীবাণু বাতাসে ছড়িয়ে পড়ে।

যা অন্যদের সংক্রমিত করতে পারে।

এছাড়াও হাসপাতালে চিকিৎসা সেবা নিতে গেলে মাস্ক ব্যবহার করা আবশ্যক।

কারণ হাসপাতাল যেমন জনবহুল স্থান, তেমনি রোগ-জীবাণুর ভান্ডার।

পাবলিক ট্রান্সপোর্টে (গণপরিবহন) চলাচলের সময় মাস্ক ব্যবহার করা উচিত।

হাসপাতালের মতো সেখানেও বিভিন্ন জীবাণুর আনাগোনা রয়েছে।

যেকোনো জনবহুল স্থানে মাস্ক পরতে হবে।

যেমন – মার্কেট, বাজার-ঘাট, সিনেমা হল।

এছাড়া অসুস্থ অনুভব করলেও মাস্ক ব্যবহার করা উচিত।

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com