সবারই জানতে ইচ্ছে করে সারাদিন কী কী ঘটতে পারে! এই জানার আগ্রহ মানুষের চিরকালের। নিজের সঙ্গে সন্নিবেশ ঘটতে পারে এমন কিছুর খোঁজ রাখতে আমরা সবাই কমবেশি পছন্দ করি। তেমনই একটি বিষয় হলো রাশিফল জানা।
আজ শনিবার, ১২ আগস্ট ২০২৩। ভাগ্যরেখা অনুযায়ী আজকের দিনটি কেমন কাটবে ? কী বলছে জ্যোতিষশাস্ত্র?
যারা দিনের শুরুতেই আগাম কিছুটা ধারণা নিয়ে রাখতে চান, তারা জেনে নেন আজকের রাশিফল ।
মেষ: অনিচ্ছা সত্ত্বেও লোকলজ্জার কারণে কোনো কাজ করতে হবে। ধর্মীয় কাজে রুচি বাড়বে।
স্বাস্থ্যোন্নতি হবে। তবে কাজের প্রতি আলস্য দেখা দেবে।
তবে সাবধানে সিদ্ধান্ত গ্রহণ করুন। পরিবারের নারীদের সাহায্য লাভ করবেন। পাশাপাশি তাদের কথাও শুনতে হবে।
বৃষ: সাবধানতা ও সতর্কতা বজায় রেখে কাজ করতে হবে। কর্মক্ষেত্রে সহকর্মী ও সহযোগীদের কারণে সমস্যায় পড়তে পারেন।
তবে তাদের কাজে সহযোগিতার জন্য এগিয়ে আসতে হবে আপনাকে।
শেষ মুহূর্তে ঘুরতে যাওয়ার পরিকল্পিনা বাতিল হতে পারে। এর ফলে মন অশান্ত হবে।
অর্থ লাভের জন্য অধিক পরিশ্রম করতে হবে। তবে সাফল্য লাভের ফলে আনন্দিত হবেন। বয়স্কদের সাহায্য পাবেন।
মিথুন: ঊর্ধ্বতন কর্মকর্তা বা উচ্চ প্রতিষ্ঠিত ব্যক্তিদের সঙ্গে আপনার সম্পর্ক গড়ে উঠবে।
তাদের কাছ থেকে ব্যক্তিগত লাভ অর্জন করতে পারবেন। দুপুরের পর ভাগ্যোদয় হবে।
যে কাজ হাতে নেবেন, তাতে দেরি হলেও সফল হবেন।
পরিবারের সঙ্গে যাত্রার পরিকল্পনা করতে পারেন। ব্যয় বাড়তে পারে।
কর্কট: জ্ঞান ও বুদ্ধির জোরে অর্থ লাভ করতে পারবেন। পরিবারের প্রতিষ্ঠা আপনার অর্ধেক কাজ সহজ করে দেবে।
ব্যবসায়ীরা লগ্নির ঝুঁকি তুলতে পারেন, লাভ হবে। চাকরিজীবীরা কর্রকর্তাদের দয়ায় ভালো কাজ করবেন।
কর্মক্ষেত্রে উন্নতি হবে। পরিবারের সদস্যরা আপনার প্রশংসা করবেন।
সন্তানের সাফল্যে আনন্দিত হবেন। পরিবারের বয়স্করা কোনো কারণে রেগে যাবেন।
নারীরা দাম্পত্য জীবনের সুখ-স্বাচ্ছন্দ্যের জন্য পরিবারের ওপর নজর রাখবেন।
সিংহ: দিনের প্রথমার্ধ প্রত্যাশা অনুযায়ী কাটবে। টাকা-পয়সার বিষয়ে গম্ভীর পরিস্থিতি থাকবে।
কর্মক্ষেত্রে পুরনো কোনো কাজের মাধ্যমে অর্থ লাভ করতে পারবেন।
কোনো নতুন চুক্তি সম্পন্ন হতে পারে, তবে এ ক্ষেত্রে বাধা উৎপন্ন হওয়ার আশঙ্কাও রয়েছে।
অধিক অর্থ উপার্জনের উদ্দেশ্যে ভুল পন্থা অবলম্বন করে ফেলবেন।
সন্ধ্যা পর্যন্ত আপনার হাতে পর্যাপ্ত পরিমাণে অর্থ আসতে পারে।
ব্যবসা বা অন্য কারণে যাত্রার সম্ভাবনা রয়েছে। পারিবারিক পরিবেশ সাধারণ থাকবে।
গুরুত্বপূর্ণ কাজে নারীদের পরামর্শ কার্যকরী প্রমাণ হবে।
কন্যা: মনে উদাসীনতা থাকবে। কোনো কাজের প্রতি উৎসাহিত থাকবেন না।
পরিবারের সদস্যরা দৈনন্দিন কাজের জন্য একে অপরের মুখাপেক্ষী হয়ে থাকবেন।
বাড়ি ও কর্মক্ষেত্রে অশান্তি হতে পারে। দুপুরের পর পরিস্থিতি উন্নত হবে।
কোনো নতুন কাজ শুরু করতে পারেন। ফলে অদূর ভবিষ্যতে লাভবান হবেন।
তুলা: দিনটি মিশ্র ফলদায়ী থাকবে। দিনের শুরুতে কোনো সুসংবাদ পাওয়ায় আনন্দিত থাকবেন।
কারও পরামর্শে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ও পারিবারিক সিদ্ধান্ত গ্রহণ করুন।
নিজের জন্য কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। ফলে হতাশ হবেন।
আশপাশের লোকদের কম মনে করবেন, এর ফলে আপনার লোকসান হবে।
সন্ধ্যার দিকে আকস্মিক অর্থ লাভের সম্ভাবনা রয়েছে।
বৃশ্চিক: আজ যে কাজ করবেন, তাতে সাফল্য লাভ করবেন।
ভালো ব্যবহারের জোরে নিজের কাজ উদ্ধার করতে পারবেন।
স্বভাব কঠোর থাকবে। যে কারণে আপনজনরা আপনার ওপর রাগ করতে পারে।
আয়-ব্যয়ের পরিমাণ সমান থাকায় সঞ্চয় করতে পারবেন না।
বাড়ির নারীদের কাছ থেকে আর্থিক সাহায্য লাভ করবেন।
স্বাস্থ্য সমস্যা হতে পারে। তাই স্বাস্থ্যের যত্ন নিন।
ধনু: নিজের ভালো ব্যবহার ও সামাজিক প্রতিষ্ঠার ভিত্তিতে লাভ অর্জন করতে পারবেন।
সকালের দিকে ব্যবসায় সব কিছু ভালো থাকবে ও লাভের সুযোগ পাবেন।
আটকে থাকা কাজের গতি বাড়বে। তবে দুপুরের পর পরিস্থিতি পুরোপুরি পাল্টে যাবে।
যেখানে লাভ হওয়ার ছিল সেখানে এবার ক্ষতি হবে।
কোনো কারণে গুরুত্বপূর্ণ কাজ মাঝখানে ছাড়তে হবে।
হাতে আসা চুক্তি বাতিল হতে পারে। চাকরি ও ব্যবসার সঙ্গে জড়িত নারীরা অধিক সাবধানে কাজ করুন।
ছোটখাটো ভুলের কারণে লোকসান হতে পারে।
মকর: দিনটি নানান জটিলতায় পূর্ণ থাকবে। দিনের শুরুতে মন্দার কারণে কর্মক্ষেত্রে হতাশ হবেন।
অসুস্থতার কারণে কাজের প্রতি উৎসাহ থাকবে না। বাড়িতে অনর্থক কারণে তর্কে জড়াতে পারেন।
ব্যবসায় পরিশ্রমের ফলাফল পাবেন। সন্ধ্যায় ব্যবসায়ীদের জন্য বিশেষভাবে ভালো। বিবাদ এড়িয়ে যান।
কুম্ভ: দিনটি লাভজনক। ব্যবসায় আকস্মিক অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যরা লাভ প্রদানে সহায়ক হবেন।
দুপুরের আগে জরুরি সব কাজ করে নিন। কারণ তার পর পরিস্থিতি প্রতিকূল থাকবে।
পরিবারের সদস্য, বিশেষত ভাই-বোনের মধ্যে কোনো কারণে কলহ বাঁধার আশঙ্কা রয়েছে।
ব্যবসায় আপনার পরিশ্রমের লাভ অন্যেরা তুলবেন।
সমাজে অপ্রীতিকর কোনো মন্তব্য করবেন না, মানহানির প্রসঙ্গ তৈরি হতে পারে।
মীন: দিনের শুরুতে কাজে সাফল্য লাভ করার ফলে সন্তুষ্ট হবেন। অর্থ লাভের সম্ভাবনা থাকবে।
দূরের আত্মীয়দের কাছ থেকে সুসংবাদ পাবেন। পরিবারে সুখ-শান্তি থাকবে।
কাজে বাধা আসায় ঝুঁকি নিতে ভয় পাবেন। আয় বৃদ্ধি হবে। আকস্মিক ব্যয় বাড়বে।