1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
অন্তর্মুখী ব্যক্তিদের করণীয় — Nobanno TV
শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০২:৩০ পূর্বাহ্ন

অন্তর্মুখী ব্যক্তিদের করণীয়

নবান্ন
  • আপডেট সময় : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ৮৯ বার পঠিত
অন্তর্মুখী

অন্তর্মুখী স্বভাবের মানুষরা দুই ধরনের হয়।

এক ধরনের মানুষ নিজের কাছের পরিচিতজনদের সাথে কথা বলতে পছন্দ করেন।

অন্য একদলের মানুষ সবার সাথেই কম কথা বলেন।

নতুন কোনো পরিবেশ বিশেষ করে চাকরিক্ষেত্রে অন্তর্মুখী স্বভাবের ব্যক্তিকে খাপ খাওয়াতে একটু বেশি সময় দিতে হয়।

তবে কিছু উপায় অবলম্বন করলে চাকরির পরিবেশ আপনার জন্য সহজ হয়ে যেতে পারে।

এ বিষয়ে ক্যারিয়ার বিশেষজ্ঞদের পরামর্শ জেনে নিন।

১. অফিসে আপনার সহকর্মীদের সাথে পরিচিত হওয়ার চেষ্টা করুন।

এক্ষেত্রে আপনার সময় বেশি লাগতে পারে। কিন্তু হাল ছাড়া যাবে না।

সংকোচ না করে পাশাপাশি আপনার পরিচয়ও তুলে ধরুন।

২. অন্তর্মুখী স্বভাবের ব্যক্তিদের জন্য অফিসের মিটিং বা যেকোনো অনুষ্ঠান ক্লান্তিকর মনে হতে পারে।

তাই কাজের ফাঁকে নিজেকে বিরতি দেওয়ার চেষ্টা করতে পারেন।

এতে করে একঘেয়েমি অবস্থা কাটানো যাবে।

৩. অনেকে জড়তার জন্য কারোর কাছে সাহায্য নিতে পারেন না। ভয় পান।

কিন্তু কর্মক্ষেত্রে সফল হতে চাইলে, নতুন কিছু শিখতে চাইলে অন্যের সাহায্য অনেক সময় প্রয়োজন হয়।

চাকরিতে কোনো প্রকল্পের কাজে সহকর্মীদের প্রশ্ন করার অভ্যাস গড়ে তুলতে পারাটা আপনার জন্যই ভালো।

৪. অন্তর্মুখী স্বভাবের লোকেদের অন্যতম একটি ভুল, একসাথে অনেক কাজ করতে চাওয়া।

যার ফলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে এবং অন্যরা আপনার ওপর বিরক্ত হতে পারে।

আপনি অল্প কাজ সঠিকভাবে করুন, আস্তে আস্তে কাজের পরিমাণ বাড়াতে পারেন।

৫. চাকরিক্ষেত্রের অভিজ্ঞতা থেকে আপনি কী কী নতুন বিষয় শিখলেন তা প্রতিদিন লিখে রাখতে পারেন।

এতে করে এখান থেকে পরবর্তিতে কাজ করার জন্য সুবিধা হবে।

৬. সহকর্মীদের সাথে হালকা কথা বলুন, কুশল বিনিময় করুন।

যদিও কারোর সাথে কথা বলা অন্তর্মুখী স্বভাবের ব্যক্তিদের জন্য আনন্দের বিষয় না।

কিন্তু অফিসে সবার সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য এটা করা জরুরি।

চাকরিক্ষেত্রে চ্যালেঞ্জ আসাটাই স্বাভাবিক। অতিরিক্ত চাপ না নিয়ে নিজের স্বপ্ন পূরণে এগিয়ে যান। স্থিতিশীল ভাবে কাজ করার চেষ্টা করুন।

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com