1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
যুক্তরাষ্ট্রের দুই নাবিককে গ্রেফতার চীনের গুপ্তচরবৃত্তির অভিযোগে — Nobanno TV
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৩:২৪ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের দুই নাবিককে গ্রেফতার চীনের গুপ্তচরবৃত্তির অভিযোগে

মুনা
  • আপডেট সময় : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ১০৮ বার পঠিত
গুপ্তচরবৃত্তির

চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুই নাবিককে গ্রেফতার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে সংবেদনশীল সামরিক তথ্য চীনের কাছে পাচারের অভিযোগ আনা হয়েছে।

মার্কিন সহকারী অ্যাটর্নি জেনারেল ম্যাট ওলসেন সান দিয়েগোতে সাংবাদিকদের বলেছেন, অভিযুক্তদের এমন কর্মকাণ্ডে ‘সংবেদনশীল সামরিক তথ্য চীনের হাতে চলে গেছে।’

বুধবার (২ আগস্ট) গ্রেফতার ওই দুই নাবিক হচ্ছেন-২২ বছর বয়সী জিনচাও ওয়েই এবং ২৬ বছর বয়সী ওয়েনহেং ঝাও।

প্রতিবেদনে বলা হয়েছে,

মার্কিন নৌবাহিনীর নাবিক জিনচাও ওয়েই মার্কিন নাগরিক হলেও তিনি যুক্তরাষ্ট্রের বাইরে জন্মগ্রহণ করেছিলেন এবং পরে মার্কিন নাগরিকত্ব পান।

এই নাবিক একজন চীনা এজেন্টকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতিরক্ষা তথ্য পাঠানোর ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত হয়েছেন।

এছাড়া ওয়েনহেং ঝাও নামের দ্বিতীয় ওই নাবিককে প্রতিরক্ষা সংক্রান্ত সংবেদনশীল ছবি এবং ভিডিও পাঠানোর জন্য অর্থ গ্রহণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

এই দুই নাবিকের সঙ্গে একই চীনা এজেন্ট যোগাযোগ করেছিল কিনা তা এখনও স্পষ্ট নয়।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এফবিআইয়ের কাউন্টার ইন্টেলিজেনস বিভাগের কর্মকর্তা সুজান টার্নার বলেন,

‘এই গ্রেফতারের ঘটনা এটাই প্রমাণ করে যে আমাদের গণতন্ত্রকে দুর্বল করতে চীন নিরলসভাবে আক্রমণাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এমনকি যারা গণতন্ত্র রক্ষায় কাজ করে যাচ্ছেন, তাদের হুমকি দিয়ে যাচ্ছে।

গ্রেফতার এই দু’জনকে পৃথক মামলায় আসামি করা হয়েছে।

গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত হলে ওয়েইকে ২০ বছরের যাবজ্জীবন কারাদণ্ডের মুখোমুখি হতে হবে।

আর ঝাওয়ের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তারও সর্বোচ্চ ২০ বছরের সাজা হতে পারে।

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com