1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
খাগড়াছড়িতে সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী পালন — Nobanno TV
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৫:০২ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী পালন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ৭৬ বার পঠিত

শ্রী শ্রী লক্ষী নারায়ন মন্দিরে জন্মাষ্টমী পূজা উদ্‌যাপন পরিষদ আয়োজনে খাগড়াছড়িতে সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী পালন করছেন আজ । এ উপলক্ষে খাগড়াছড়ির হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করছেন বিভিন্ন মঠ মন্দিরে।

হিন্দু পুরাণমতে, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ ও ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল।

তাদের আরও বিশ্বাস, দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের কাছে নেমে আসেন এবং সত্য ও সুন্দরের প্রতিষ্ঠা করেন। জন্মাষ্টমী উপলক্ষে খাগড়াছড়িতে জন্মাষ্টমী পূজা উদ্‌যাপন পরিষদ সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন ব্যাপক কর্মসূচি পালন করছেন।

সম্প্রতি দেশের বন্যা পরিস্থিতি বিবেচনা করে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির জরুরি বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ২৬ আগস্ট ২০২৪খ্রী. সারা দেশে শ্রীশ্রী জন্মাষ্টমী মঙ্গল শোভাযাত্রা স্থগিত করা হল। তারই প্রেক্ষিতে খাগড়াছড়ি জেলা জন্মাষ্টমী কমিটির মঙ্গল শোভাযাত্রা স্থগিত করেন।

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com