1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
চলতি বছরের সবোর্চ্চ ডেঙ্গু আক্রান্ত ভর্তির রেকর্ড — Nobanno TV
শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৫:১৬ পূর্বাহ্ন

চলতি বছরের সবোর্চ্চ ডেঙ্গু আক্রান্ত ভর্তির রেকর্ড

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ১৭১ বার পঠিত

দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ৮২০ ডেঙ্গু রোগী। চলতি বছর একদিনে যা সর্বোচ্চ ভর্তির রেকর্ড।

এর আগে গত ৪ জুলাই একদিনে সর্বোচ্চ ৬৭৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল।

একই সময়ে ডেঙ্গুতে দুজনের মৃত্যুর খবর এসেছে। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে ৬৭ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়,

শুক্রবার (৭ জুলাই) সকাল আটটা থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে

দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৮২০ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৬০৩ জন ও ঢাকার বাইরের ২১৭ জন।

চলতি বছর ১ জানুয়ারি থেকে ৮ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ হাজার ১১৮ জন।

তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ৫৭৪ জন।

ঢাকার বাইরের সব হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ৫৪৪ জন।

একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯ হাজার ৫৪৯ জন।

তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৬ হাজার ৭৫০ জন ও ঢাকার বাইরের ২ হাজার ৭৯৯ জন।

 

আরও পড়ুন 

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com